বিষয় : আব্দুল
লতিফের গান
গান সংখ্যা: ৫
ভবে পর
কোন দিন হয় না রে আপন
পরের জন্য তবু কেন কান্দো আমার অবুঝ মন॥
আম গাছে জামরে মনা থরেনা যেমন
এক গাছের ছাল আরেক গাছে লাগি কি কখন
আম কত বেকারে মনা তেতুল কত বেকা
তারও অধিক বেকারে মনা আমার প্রাণ সখারে॥
নিম কত তিতারে নিশিন্দা কত তিতা
তারো অধিক তিতারে মনা যারে করলাম মিতা
কাক কত কালরে মনা কোকিল কত কাল
তারও অধিক মন কালো তা যারে বাসি ভালরে॥
দায়ের কোপে যতনা আঘাত তাইতে যত ব্যাথা
তারও অধিক ব্যাথঅ হানে আমার প্রাণ সখা
দুধ ধলা দধিরে ধলা, ধলা দুধের শ্বর
ওই মত ক্যান হয়না ধলা প্রাণ বন্ধুর অন্তরে॥