বিষয় : আব্দুল লতিফের গান
গান সংখ্যা:
১৩
চেনা বড় দায়রে পাখি
ওরে খাঁচার ভিতর থাকে পাখি
দমে আসে দমে যায়
যার পাখী সে ডাকে যখন
পাখী কি আর থাকে তখন
ওরে খাঁচার আড়া ভেঙে বেড়া
শূন্যে পাখী উড়ে যায়
আছে কি কেউ এ সংসারে
ঐ পাখীটা ধরতে পারে
ওরে সাধে কি আর লালন ফকির
মন বেড়িতে বাঁধতে চায়।
মনরে আমার বুদ্ধিনাশা
করিস না আর পাখীর আশা
তোরে পাখী দেবে ফাঁকি
ঘুরিস না পাখির ধাঁধায়
সুরকার: আব্দুল লতিফ