বিষয় : আব্দুল লতিফের গান
গান সংখ্যা:

এই বাংলা রবিঠাকুরের, বাংলা কবি নজরুলের
বাংলা সোনার বাংলারে
এই বাংলা জীবনানন্দের মধুকবি মাইকেলের
বাংলা সোনার বাংলারে
যে বাংলাতে কলসী কাঁখে মল বাজিয়ে পায়
গাঁয়ের বধূ সকাল সাঁঝে জলে ভরনে যায়
সেই বাংলা কবি জসীমের
বাংলা আমার জয়নুলের, বাংলা সোনার বাংলারে
যে বাংলাতে মাটির দাওয়ায় সন্ধ্যাপ্রদীপ জ্বলে
দাদা দাদী রূপকাহিনীর কিসসা কথা বলে
সেই বাংলা আমার গগনের
বাংলা আমার মদনের, বাংলা সোনার ---
যে বাংলাতে রাখাল ছেলে বসি বটের ছায়
বাজায় বাঁশী রাখালিয়া বারো মাসি গায়রে
সেই বাংলা আমার লালনের
বাংলা আমার হাসনের, বাংলা সোনার বাংলারে