নোঙ্গর ছাড়িয়া নায়ের দেরে দে মাঝি ভাই
বাদাম উড়াইয়া নায়ের দেরে দে মাঝি ভাই
গাঙে ডাইকাছে দেখ বান
হাইল ধরিয়া বইসো মাঝি
বৈঠা নেব হাতে মোরা
সাগর দইরা পাড়ি দেব
ভয় কী আছে তাতেরে
হোকনা আকাশ মেঘে কালা
কিনার বহুদূর হায়রে।
বৈঠার ঘায়ে মেঘের পাহাড়
কইরা দেব চুররে
আল্লা নামের তরী আমার
রসুল নামের গুঁড়া
মা ফাতেমা নামের বাদাম
মাস্তুলেতে উড়ারে মাঝি ভাই।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: