বিষয়: 
	
	আব্দুল লতিফের গান
গান সংখ্যা: ১৮ 
	
		
 সোনা সোনা সোনা
লোকে বলে সোনা
সোনা নয় তত খাঁটি
বলো যত খাঁটি তারও চেয়ে খাঁটি
বাংলাদেশের মাটিরে
আমার বাংলাদেশের মাটি
আমার জন্মভূমির মাটি ॥ 
 			
ধন ধন বলো যত ধন দুনিয়াতে
হয় কি তুলনা বাংলার কারও সাথে
কত মা'র ধন মানিক রতন
কত জ্ঞানী গুণী কত মহাজন
এনেছে আলোর সূর্য এখানে
আঁধারের পথ কাটিরে॥
			
	 এ মাটির তলে ঘুমায়েছে অবিরাম
রফিক-শফিক-বরকত কত নাম।
কত তিতুমীর কত ঈশা খান
দিয়েছে জীবন দেয়নিতো মান
রক্ত শয্যা পাতিয়া এখানে
ঘুমায়েছে পরিপাটিরে॥ 
		
	
	
তথ্যসূত্র
	- জাগরণের গান, জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র, বর্ধিত সংস্করণ: 
	ফাল্গুন ১৪২২, স্কাইলার্ক পয়েন্ট ২৪/এ বিজয় নগর, ঢাকা ১০০০: পৃষ্ঠা ২৬৯