বিষয়: আবুবকর সিদ্দিকের গান
গান সংখ্যা: ২

বিপ্লবের রক্ত রাঙা ঝান্ডা ওড়ে আকাশে
সর্বহারা জনতার জিন্দাবাদ বাতাসে ।
একটি কণ্ঠ কণ্ঠ একটি যদি থামে থামে যদি
গর্জে শত শত গর্জে নিরবধি নিরবধি ।
কল্লোলিতা মহানদী মহানদী
যুগে যুগে দেশে দেশে জ্বলে আগুন হুতাশে ॥

চাষি মজুর মজুর চাষি ভুখা হুঁ
ঝেড়ে ফেলো ফেলো ঝেড়ে সব প্রভূ
একের শরিক শরিক একের আজ বহু
মালিক মেরে হলো রাজা মেহনতি ঐ ভূঁইদাসে ॥

তপ্ত মাটি অভিশপ্ত তপ্ত মাটি
হলো খাঁটি রক্ত ভিজে হলো খাঁটি
লগ্ন গোনে পলিমাটি পলিমাটি
অংকুরের প্রতিভাস নবজীবন বিলাসে ॥

এই পথে অভ্যুদয় মুক্তিলাল সূর্যোদয়
শতফুল ফুটে রয় ফুটে রয়
পাণ্ডুলিপি শান্তি পায় ধ্রুপদীর নিঃশ্বাসে ॥