পায়রার পাখনা বারুদের বহ্নিতে জ্বলছে।
শান্তির পতাকা অজগর নিঃশ্বাসে টলছে ॥বুলেটের দানা বেঁধা পাখনায়
পারাবত ওড়ে তবু নীলিমায়
দুশমনী পাঞ্জায় প্রাণ যায়
পতাকার পদাতিক
পথ কেটে কেটে চলছে ॥সত্যের পথ লাল পিচ্ছল
শপথের মুখ চির-উজ্জ্বল
মুক্তির ধ্রুপদে উচ্ছল
মহাকাল কানে কানে
জীবনের রূপ কথা বলছে ॥পায়রারা আপনারে পুড়িয়ে
জীবনের বীজ যায় ছড়িয়ে
মৃত্তিকা রাখে তাই কুড়িয়ে
সূর্যের বৃত্তে
সোনালি সবুজ দিন ফলছে ॥