আবার যে রে রঙ ফিরেছে ধূলার ধরণীতে
শুনবি তোরা গান।
শুকনো শাখা সবুজ হল কোমল কিশলয়ে
এ যে মাটির দান॥
ভুল করে যে কাঁটার ব্যথা দিল আজি মোরে,
তারেই দিব ফুল,
যে ভেঙেছে গানের বীণা, গান শুনাব তারে
ভাঙব তাহার ভুল।
দুখের মরুমাঝে এল ফাগুন দিনের আশা, বনের ভালোবাসা,
এল আনন্দেরি বান॥
যে বাতি আজ উঠল জ্বলে, সে কি অমর হয়ে
জ্বলবে চিরকাল,
তুফান যদি আসেই ভোলা টুটবে সায়র মাঝে
ও তো ময়ূরপঙ্খী পাল
পারের দেখা পাসনে আজো, হাল ধরে ভাই ক’ষে
টানরে জোরে টান॥