কথা: লুইপাদানম্
গান: ১
বিষয়: চর্যাগীতি-১
 

        

      লুইপাদানম্
   
   রাগ-পটমঞ্জরী

    কাআ তরুবর পাঞ্চ বি ডাল।
    চঞ্চল চীএ পইঠা কাল॥ [ধ্রু]॥
    দিঢ় করিঅ মহাসুহ পরিমাণ ।
    লুই ভণই গুরু পূচ্ছিঅ জাণ ॥ [ধ্রু]॥
    সঅল সমাহিঅ কাহি  করিঅই ।
    সুখ দুখেতেঁ নিচিত মরিঅই॥ [ধ্রু]॥
    এড়িঅউ ছান্দ বান্ধ করণ কপটের১০ আস ।
    সূনূ১১ পাখ ভিড়ি১২ লাহু রে পাস ॥ [ধ্রু] ॥
    ভণই লুই আম্‌হে ঝাণে১৩ দীঠা ১৪
    ধমণ চবণ১৫ বেণি পিন্ডী১৬ বইঠা১৭ ॥ [ধ্রু] ॥

১. পঞ্চ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
২.
পইঠো। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৩. দিট। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৪. পুচ্ছিঅ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
                চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৫. সহিঅ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৬. মরিআই। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
                 চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৭. এড়িএউ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৮. ছান্দক। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৯. করণক। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
               চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১০. পাটের। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
                 চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১১. সুনু। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
             চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১২. ভিতি। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
১৩. সাণে। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
               চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১৪. দিঠা। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
               চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১৫. চমণ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
               চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১৬. পান্ডি। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
  
   Materlals for a Critical Edition of the Old Bengali Caryapadasপ্রবোধ চন্দ্র বাগচী
১৭. বইণ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী


সূত্র :