লুইপাদানাম্
অন্যতম প্রাচীন বাঙালি কবি। সংক্ষেপিত নাম লু্‌ই পা।
এঁর গুরু ছিলেন
শবর পা আর শিষ্যরা ছিলেন দারিক পা কুক্কুরীপা

হরপ্রসাদ শাস্ত্রীর আবিষ্কৃত চর্যাগীতিগুলোর ভিতরে এঁর রচিত পদ ২টি। চর্যগীতির সঙ্কলনে এই পদ দুটির ক্রমিক সংখ্যা

১. কাআ তরুবর পাঞ্চ বি ডাল [তথ্য]
২৯.
ভাব ন হোই অভাব ণ [তথ্য]

মূলত এই দুটি পদের জন্যই তিনি সর্বাধিক পরিচিত। উভয় পদের ভণিতায় 'লুই' উল্লেখ আছে। ধারণা করা হয়, সংস্কৃত রোহিত (রুই মাছ) শব্দ থেকে গৃহীত হয়েছিল। শব্দ উৎসক্রম অনুসারে দাঁড়ায় রোহিত>রুই>লুই। 

লুইপা ঠিক কোন সময়ের কবি ছিলেন, তা নিয়ে বিতর্ক আছে।

লুইপার জন্মস্থান নিয়ে নানা ধরনের বিতর্ক আছে। যেমন-

রচনাবলী
১. বজ্রসত্ত্বসাধন । সংস্কৃত গ্রন্থ।
২. বুদ্ধদয়। সংস্কৃত গ্রন্থ।
২. শ্রীভগবদভিসময়। সংস্কৃত গ্রন্থ।
৩. তত্ত্বস্বভাবদোহাকোষগীতিকাদৃষ্টি । বাঙলা গ্রন্থ।
৪. লুহি পাদগীতিকা। বাঙলা গ্রন্থ। দ্র : হরপ্রসাদ শাস্ত্রী রচনা সংগ্রহ দ্বিতীয় খণ্ড। পৃষ্ঠা ৩৮২। পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষৎ, দ্বিতীয় মুদ্রণ।  
৫. অভিসময়বিভঙ্গ। সংস্কৃত গ্রন্থ। প্রথম দিকে ধারণা ছিল- এই গ্রন্থটি তিনি অতীশ দীপঙ্করের সাথে রচনা করেছিলেন। কিন্তু এটি ডঃ সুকুমার সেনের মতে, লুইপাদানামের অসমাপ্ত এই গ্রন্থটি সমাপ্ত করেছিলেন-অতীশ দীপঙ্কর। 


তথ্যসূত্র :
চর্যাগীতিকা/মুহম্মদ আবদুল হাই ও আনোয়ার পাশা সম্পাদিত। ষ্টুডেন্ট ওয়েজ। অগ্রহায়ণ ১৪০২।
চর্যাগীতি কোষ/নীলরতন সেন। সাহিত্যলোক।  জানুয়ারি ১৯৭৮।
চর্যাগীতি পরিক্রমা/ড. নির্মল সেন। দে'জ পাবলিশিং, জানুয়ারি ২০০৫।
চর্যাগীতি প্রসঙ্গ/সৈয়দ আলী আহসান। মৌলি প্রকাশনা, জুন ২০০৩।
বাংলা সাহিত্যের কথা (প্রথম খণ্ড-প্রাচীন যুগ)/ডঃ মুহম্মদ শহীদুল্লাহ। মাওলা ব্রাদ্রার্স, মার্চ ২০০০।
হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা/হরপ্রসাদ শাস্ত্রী। (বঙ্গীয় সাহিত্য পরিষৎ, ১৩২৩)
হরপ্রসাদ শাস্ত্রী রচনা-সংগ্রহ (দ্বিতীয় খণ্ড)। পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষৎ, নভেম্বর ২০০০
The Origin and Development of the Bengali language Vol I/Suniti kumar Chatterji. George Allen & Unwin LTD, 1970.