॥২৯॥
লুইপাদানাম
রাগ-পটমঞ্জরী
ভাব ন হোই অভাব ণ জাই ।
অইস১ সংবোহেঁ কো পতিআই ॥ধ্রু॥
লুই ভণই বঢ়২ দুলক্খ বিণাণা ।
তিঅ ধাএ বিলসই উহ৩ লাগে ণা৩ ॥ধ্রু॥
জাহের বানচিহ্ন রূব ণ জাণী ।
সো কইসে আগম বেএঁ বখাণী ॥ধ্রু॥
কাহেরে কিস ভণি৪ মই দিবি পিরিছ্ছা ।
উদক চান্দ জিম সাচন মিচ্ছা ॥ধ্রু॥
লুই৫ ভণই মই৬ ভাবই৭ কীস৮ ।
৯জা লই অচ্ছম তাহের৯ উহ ণ দিস১০ ॥ধ্রু॥
১. আইস। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন।
২. বট। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন।
৩-৩. ন জানা। চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন।
৪. কিষভণি। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৫. লূই। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৬. হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদিত গ্রন্থে শব্দটি নেই।
৭. ভাবই। Materlals for a Critical Edition of the Old Bengali Caryapadas- প্রবোধ চন্দ্র বাগচী।
৮. কীয্। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
কীষ। চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন।
৯-৯. জালই অচ্ছামতা হের। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
১০. দিস্। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
দীস। চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন।