কথা: কৃষ্ণপাদানাম্ (কাহ্নপাদানাম)
গান: ৪
বিষয়: চর্যাগীতি-১১

              রাগ-পটমঞ্জরী
          নাড়ি শক্তি দিঢ় ধরিআ খাটে
          অনহা ডমরু বাজই বীর নাদে ধ্রু
          কাহ্ণ কাপালি জোই পইঠ অচারে
          দেহ নঅরী বিহরই একারেঁ ধ্রু
          আলি কালি ঘন্টা নেউর চরণে
          রবি শশী কুন্ডল কিউ আভরণে ধ্রু
          রাগ দেশ মোহ লইআ১০ ছার
          পরম মোখ লভই১১ মুত্তিহার ধ্রু
          মারি১২ সাসু১৩ ননন্দ  ঘরে সালী১৪
          মাঅ মারি১৫ কাহ্ণ ভইঅ কবালী ধ্রু
 

১. দিট। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
           চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন

২. ধরিঅ
। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
              চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৩. খট্টে। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
              চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৪. বাজএ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
              চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৫. যোগী। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
              চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৬. পচারে।
Buddist Mystic Song (Revised and Enlarged Edition : 1966)। মুহম্মদ শহীদুল্লাহ
. বিহরএ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
              চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৮. একাকারেঁ।
Materlals for a Critical Edition of the Old Bengali Caryapadasপ্রবোধ চন্দ্র বাগচী
              চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৯. বিহরএ। চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন

১০. লাইঅ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
              চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১১. লবএ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
                 চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১২. মারিঅ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
                 চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১৩. শাসু। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
                চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১৪. শালী । বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
                চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১৫. মারিআ । বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
                চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন


সূত্র :