কাহ্নপা
চর্যাপদের পদকর্তা।

খ্রিষ্টীয় নবম শতাব্দীর মধ্যভাগ থেকে শেষ ভাগের মধ্য তিনি জীবিত ছিলেন। তিব্বতী গ্রন্থ
sa-skya-bkya-Bumএর মতে- দেবপাল (৮১০-৮৫০ খ্রিষ্টাব্দ) রাজত্বকালে 'পণ্ডিত ভিক্ষু' নামে পরিচিতি লাভ করেছিলেন। এই সময় তিনি সোমপুর বৌদ্ধবিহারে বাস করতেন। . মুহম্মদ শহীদুল্লাহ-র মতে তিনি খ্রিষ্টীয় ৭৬৫-৭৭৫ অব্দের কবি।

এঁর গুরু ছিলেন জালন্ধরী পাদানাম্। আর শিষ্য ছিলেন
ভাদেপা

চর্যাগীতির ১৩টি পদে এঁর যে সকল নাম পাওয়া যায়, সেগুলো হলো- কাহ্নি (৭), কাহ্ন (৯, ১০, ১১, ১২, ১৩, ১৮, ১৯. ৪৫), কাহ্নলা (৩৬), কাহ্নিল (৩৭)। চর্যাগীতির সংকলনে এই কবির পদসংখ্যা সবচেয়ে বেশি।

চর্যাগীতিতে গৃহীত তাঁর ১৩টি পদের তালিকা নিচে দেওয়া হলো।

১. আলিএঁ কালিএঁ বাট রুন্ধেলা [তথ্য]  পদসংখ্যা ৭
২.
এবংকার দিঢ় বাখোড় মোড়িউ [তথ্য] পদসংখ্যা ৯
৩.
নগর বাহিরি রে ডোম্বি তোহোরি কুড়িআ [তথ্য] পদসংখ্যা ১০
৪.
নাড়ি শক্তি দিঢ় ধরিআ খাটে  [তথ্য] পদসংখ্যা ১১
৫.
করুণা পীঢ়িহি খেলহুঁ নঅবলা [তথ্য] পদসংখ্যা ১২
৬. তিশরণ ণাবী কিঅ আঠক মারী [তথ্য] পদসংখ্যা ১৩
৭.তিশরণ ণাবী কিঅ আঠক মারী [তথ্য] পদসংখ্যা ১৮
৮. ভব নিব্বাণে পড়হ মাদলা
[তথ্য] পদসংখ্যা ১৯
. জইসে চান্দ উইআ হোই [তথ্য] পদসংখ্যা ২৪। তিব্বতী অনুবাদ ও বৃত্তি অবলম্বনে ডঃ সুকুমার সেনকৃত পাঠ
১০. সূণ বাহ তথতা পহারী [তথ্য] পদসংখ্যা ৩৬।
১১.
জো মণ-গোঅর আলাজালা [তথ্য] পদসংখ্যা ৪০।
১২.
চিঅ সহজ সুণ সংপুন্না [তথ্য] পদসংখ্যা ৪২।
১৩. মণ তরু পাঞ্চ ইন্দি তসু সাহা
[তথ্য]  পদসংখ্যা ৪৫।


তথ্যসূত্র :
চর্যাগীতিকা/মুহম্মদ আবদুল হাই ও আনোয়ার পাশা সম্পাদিত। ষ্টুডেন্ট ওয়েজ। অগ্রহায়ণ ১৪০২।
চর্যাগীতি কোষ/নীলরতন সেন। সাহিত্যলোক।  জানুয়ারি ১৯৭৮।
চর্যাগীতি পরিক্রমা/ড. নির্মল সেন। দে'জ পাবলিশিং, জানুয়ারি ২০০৫।
চর্যাগীতি প্রসঙ্গ/সৈয়দ আলী আহসান। মৌলি প্রকাশনা, জুন ২০০৩।
পুরাতন বাংলা সাহিত্যের তথ্য ও কালক্রম/সুখময় মুখোপাধ্যায়। খান ব্রাদার্স এ্যান্ড কোম্পানি, ঢাকা। ডিসেম্বর ২০০০।

বাংলাভাষার ইতিবৃত্ত/ডঃ মুহম্মদ শহীদুল্লাহ। মাওলা ব্রাদ্রার্স, মার্চ ২০০০।
হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা/হরপ্রসাদ শাস্ত্রী। (বঙ্গীয় সাহিত্য পরিষৎ, ১৩২৩)
হরপ্রসাদ শাস্ত্রী রচনা-সংগ্রহ (দ্বিতীয় খণ্ড)। পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষৎ, নভেম্বর ২০০০