রাগ-ভৈরবী
ভব নিব্বাণে১ পড়হ মাদলা ।
মণ পবণ বেণি করন্ড কশালা ॥ধ্রু॥
জঅ জঅ দুন্দুহি সাদ উছলিআঁ২ ।
কাহ্ন ডোম্বী বিবাহে চলিআ৩ ॥ধ্রু॥
ডোম্বী বিবাহিআ আহরিউ৪ জাম ।
জউতুকে কিঅ অণুত্তর৫ ধাম ॥ধ্রু॥
অহণিসি৬ সুরঅ পসঙ্গে জাই৭ ।
জোইণি জালে রঅণি৮ পোহাই৯ ॥ধ্রু॥
ডোম্বী-এর সঙ্গে জো জোই রত্ত১০ ।
খণহ ন ছাড়ই সহজ-উন্মত্ত১১ ॥ধ্রু॥
১.
নির্ব্বাণে।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
২. উছলিলা।
Materlals for a Critical Edition of the Old Bengali Caryapadas- প্রবোধ
চন্দ্র বাগচী।
৩.
চলিলা। Materlals
for a Critical Edition of the Old Bengali Caryapadas- প্রবোধ
চন্দ্র বাগচী।
৪.
অহারিউ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
গাইউ। চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৫. আণুতু। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
গাইউ। চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৬. অহিণিসি। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৭.
জাঅ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৮. রএণি। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৯. পোহাঅ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১০. রত্তো। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১১. উন্মত্তো। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন