রাগ-গবড়া।
দুলি দুহি পীঢ়া১ ধরণ ন জাই ।
রুখের তেন্তলি কুম্ভীরে খাই২ ॥ [ধ্রু] ॥
আঙ্গণ ঘরপণ সুন ভো বিআতী।
কানেট চোরে৩ নিল অধরাতী ॥ [ধ্রু]॥
সসুরা৪ নিদ গেল বহুড়ী জাগইা৫ ।
কানেট চোরে নিল কা গই মাগই৬ ॥ [ধ্রু] ॥
দিবসহি৭ বহুড়ী কাউহি৮ ডর৯ ভাই১০ ।
রাতি ভইলে কামরু জাই১১ ॥ [ধ্রু] ॥
অইসনী১২ চর্য্যা কুক্কুরীপা এঁ গাইল১৩ ।
কোড়ি মাঝেঁ১৪ একু হিঅহি১৫ সমাইল১৬ ॥ [ধ্রু] ॥
১. পিটা। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ
শাস্ত্রী
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
২.
খাঅ।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৩. চৌরি। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
Materlals for a Critical Edition of the Old Bengali Caryapadas- প্রবোধ
চন্দ্র বাগচী।
৪. সুসুরা। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৫. জাগঅ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৬. মাগঅ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৭.
দিবসই।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৮. কাড়ই। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
কাউই। চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৯. ডরে। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
১০. ভাঅ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১১. জাঅ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১২. অইসন। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
অইসনি। চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১৩. গাইড। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১৪. মঝেঁ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১৫. একুড়ি অহিঁ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
১৬. সনাইড়। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
সমাইউ। চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন