কথা: ভুসূকুপাদানাম
গান: ২
বিষয়: চর্যাগীতি-২১

       রাগ-বরাড়ী
 
নিসিত
আন্ধারী মুসার চারা
   
অমিঅ ভখই মূসা করই আহারা ধ্রু
   
মার রে জোইআ মুস পবণা
   
জেঁণ তুটই অবণাগবণা ধ্রু
   
ভববিন্দারই১০ মূসা খণই১১ গাতো১২
   
চঞ্চল মূসা কলিআঁ নাশক থা তো১৩ ধ্রু
   
কাল১৪ মূসা১৫ ঊহণ১৬ বাণ
   
গঅণে উঠি চরই১৭ আমণ১৮ ধাণ ধ্রু
   
তাব১৯ সে মূসা১৫ পাঞ্চল
   
সদ্‌গুরু বাহে করিহ সো নিচ্চল ধ্রু
   
জবেঁ মূসাএর২০ চারা২১ তুটই২২
   
ভুসূকু ভণই২৩ তবেঁ বান্ধন ফীটই২৪ ধ্রু
 

১. নিসিঅ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
    নিসি। চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
. অন্ধারী। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৩. সুসার । মূল পুথি
    মুসা।
Materlals for a Critical Edition of the Old Bengali Caryapadasপ্রবোধ চন্দ্র বাগচী।
৪. অচারা। Materlals for a Critical Edition of the Old Bengali Caryapadasপ্রবোধ চন্দ্র বাগচী।
৫.
ভখঅ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
   
          চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৬.
মুসা। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
   
          চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৭. করঅ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৮.
জেঁণ। চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৯. তুটঅ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
   
          চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১০.
বিন্দারঅ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
১১. খনঅ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী

১২. গাতী। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
   
          চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
Materlals for a Critical Edition of the Old Bengali Caryapadasপ্রবোধ চন্দ্র বাগচী।

১৩. থাতী। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
   
          চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১৪.
কলা। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
১৫.
মুষা। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
১৬.
উহ ণ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
     
উহণ চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১৭. চরঅ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
   
  করঅ। চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১৮. অমণ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
   
           চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১৯. তাব। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
২০. মষাএর। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
            চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
Materlals for a Critical Edition of the Old Bengali Caryapadasপ্রবোধ চন্দ্র বাগচী।
২১. চা।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
      অ
চার। Materlals for a Critical Edition of the Old Bengali Caryapadasপ্রবোধ চন্দ্র বাগচী।
      চার।
 চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
২২. তুটঅ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
   
           চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
২৩. ভণঅ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
   
           চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
২৪.ফিটঅ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
   
           চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন


সূত্র :