রাগ-বরাড়ী
জই তুম্হে১ ভুসূকু২ অহেরি৩ জাইবেঁ৪ মারিহসি পাঞ্চজণা৫ ।
নলিণীবন৬ পইসন্তে হোহিসি একুমণা ॥ধ্রু॥
জীবন্তে ভইলা৭ বিহাণি৮ মইল৯ রঅণি১০ ।
বিণু১২ মাঁসে১১ ভুসূকু পা ঘরণ১২ পইসহিণি১৩ ॥ধ্রু॥
মাআজাল পসরিউ রে১৪ বাধেলি মাআ হরিণী ।
সদ্গুরু বোহেঁ বুঝিরে কাসু কহানী১৫ ॥ধ্রু॥
শেষার্ধ
নেপালী পুথিতে এর শেষাংশ পাওয়া যায় নাই। তিব্বতী অনুবাদ ও বৃত্তি অবলম্বনে ডঃ সুকুমার সেন তাঁর চর্যাগীতিপদাবলীতে যে কল্পিত পাঠ স্থির করেছেন, তা হলো-কাএ অপণা ন তুটই মালা বি অহারেই
জাল অকাল বেণি বি লেই॥
জাল ন সিকল রে হরিণা এক বি বাসই
চঞ্চল চঞ্চল চলি রে দূণ মাঝেঁ সমাই॥
১.
তুহ্মে।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন।
২. শহীদুল্লার পাঠে ভুসুকু শব্দটি পরিত্যক্ত হয়েছে।
৩.
অহেই।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৪. জাইব।
Buddist Mystic
Song (Revised and Enlarged Edition : 1966)।
মুহম্মদ শহীদুল্লাহ
৫.
পঞ্চজণা।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৬. নলণীবন।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন।
৭.
ভেলা।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৮. বিহণি।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৯. মএল।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
১০.
ণঅণি।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
ণঅলি।
Materlals for a
Critical Edition of the Old Bengali Caryapadas- প্রবোধ
চন্দ্র বাগচী।
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন।
১১. হণবিণু।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন।
১২-১২. পদ্মাবণ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ
শাস্ত্রী
১৩. পইসহিলি।
Materlals for a
Critical Edition of the Old Bengali Caryapadas- প্রবোধ
চন্দ্র বাগচী।
১৪. পসরি উরে।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী।
১৫. কদিনি।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী।