কথা: বিরুবাপাদানাম্
গান: ১
বিষয়: চর্যাগীতি-৩

   
             রাগ-গবড়া
    
  এক সে শুন্ডিনী দুই ঘরে সান্ধই
         চীঅণ বাকলত বারুণী বান্ধই ॥ [ধ্রু] ॥
         সহজে থির করি বারুণী সান্ধ
         জে অজরামর হোই দিঢ় কান্ধ ॥ [ধ্রু] ॥
         দশমি দুআরত চিহ্ন দেখইআ
         আইল গরাহক আপণে১০ বহিআ॥ [ধ্রু] ॥
         চউশঠী ঘড়িয়ে দেউ১১১ পসারা ।
         পইঠেল গরাহক নাহি নিসারা ॥ [ধ্রু] ॥
         এক খড়ুলী১২ সরুঅ১৩ নাল ।
         ভণন্তি বিরুআ থির করি চাল ॥ [ধ্রু] ॥

 

১. শুন্ডিনিণী। মূল পুথিরপাঠ
২. সান্ধঅ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৩. বাকুলঅ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৪. বান্ধঅ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী   
৫. করী। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
              চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৬. সান্ধে। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
            
মূল পুথিরপাঠ
৭.
বান্ধ। চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৮. কান্ধঃ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৯. দেখইআ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
১০. অপণে। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
১১. দেট। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
      দেত।  চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১২. সুডুলী। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
১৩. সরুই। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী


সূত্র :