কথা: ভুসূকুপাদানাম
গান: ৫
বিষয়: চর্যাগীতি-৩০

          রাগ-মল্লারী
   
করুণা মেহ নিরস্তর ফরিআ ।
     ভাবাভাব দুংদুল দলিআ ॥ধ্রু॥
     উইত্তা গঅণ মাঝেঁ অদভুআ ।
    পেখরে ভুসুকূ সহজ সরুআ ॥ধ্রু॥
    জাসু মুণন্তে তুটই ইন্দিআল ।
    নিহুএ রে নিঅ মন দে ঊলাল ॥ধ্রু॥
    বিসঅ বিসুদ্ধি মই বুঝিঅ
১০ আনন্দে ।
    এ তেলোএ
১১ এতবি সারা১২
   
১৩জো উঅই ভুসুকু ফেটই আন্ধারা১৩
 

১. করুন। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
              চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন।
. দ্বন্দল। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
              চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন।
. দলিয়া। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
              চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন।
. উইএ। চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন।
৫. ভুসুকু। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৬. সুনন্তে। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
    ঘুনন্তে।  চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন।
৭. তুট্টই। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
              চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন।
৮-৮. নিহুরে ণিঅ মন ণ দে উলাস। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
       নিহএ নি-অমন দে উলাস। চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন।
৯. বিশুদ্ধিঁ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
১০. বুঝ্‌ঝিঅ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
১১. তৈলোএ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
              চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন।
১২. বিষারা। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
১৩.-১৩. জোই ভুসুকু হেব্‌ভই অন্ধকরা। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী।
    -ফেড়ই অন্ধকারা।  চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন।


সূত্র :