রাগ-দেশাখ
নাদন বিন্দুন রবি ন শশিমন্ডল ।
চিঅরাঅ১ সহাবে মূকল২ ॥ধ্রু॥
উজুরে উজু ছাড়ি মা লেহু রে৩ বাঙ্ক৪ ।
নিঅড়ি৫ বোহি মা জাহু রে৬ লাঙ্ক ॥ধ্রু॥
হাথেরে কাঙ্কন৭ মা লোড দাপণ ।
৮আপণে আপা৮ বুঝ তু৯ নিঅমণ ॥ধ্রু॥
পার উআরে জোঈ১০ সীঝঈ১১ ।
দুজ্জণ সাঙ্গে ১২অবস মরি জাই১২ ॥ধ্রু॥
বাম দাহিণ জো খাল বিখালা১৩।
সরহ ভণই বপা উজুবাট ভাইলা১৪ ॥ধ্রু॥
১.
চিঅরাজ।
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
২.
মুকুল।
বৌদ্ধগান
ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৩. লেহুরে। মূল পুথির পাঠ।
৪. বাঙ্ক।
বৌদ্ধগান
ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৫. নিঅহি।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৬. জাহুরে। মূল পুথির পাঠ।
৭. কাঙ্কাণ।
বৌদ্ধগান
ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৮. আপণে অপা।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৯.
বুঝতু ।
বৌদ্ধগান ও
দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস
১০. সোই। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১১. গজিই।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১২-১২. অবসরি জাই।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১৩. বিখলা।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
১৪. ভইলা।
Materlals for a
Critical Edition of the Old Bengali Caryapadas- প্রবোধ
চন্দ্র বাগচী।