কথা: কৃষ্ণপাদানাম্ (কাহ্নপাদানাম)
গান: ১০
বিষয়: চর্যাগীতি-৩৬


         রাগ-পটমঞ্জরী
 
সূণ বাহ তথতা পহারী ।
   মোহভন্ডার লই সঅল আহারী ॥ধ্রু॥
   ঘুমই ণ চেবই সপরবিভাগা ।
   সহজ নিংদালু কাহ্ণিলা লাঙ্গা ॥ধ্রু॥
   চেঅণ ণ বেঅন ভর দিন গেলা।
   সঅল মুকল করি সুহে সুতেলা ॥ধ্রু॥
   স্বপণে মই দেখিল তিহুবণ সূণ
   ঘেরিঅ অবণাগণ বিহুণ ॥ধ্রু॥
   শাখি করিব জালন্ধরি পাএ ।
   পাখি ণ চাহই১০ মোরে১১ পান্ডিআচাএ১২ ॥ধ্রু॥

. সুণ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
    সুন।  
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
২. বাহ [র]। চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৩. লুই।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৪. অহারী। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৫. নিদালু। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
             
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৬. সুফল
। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
             
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৭. ঘোলিয়া।
 Materlals for a Critical Edition of the Old Bengali Caryapadasপ্রবোধ চন্দ্র বাগচী।
৮. অবণাগমণ।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৯. বিহল। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্র।
১০. রাহঅ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
             
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১১. মোরি
। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্র
১২. পান্ডিআচাদে। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্র।


সূত্র :