রাগ-ভৈরবী
কাঅ ণাবড়ি খান্টি১ মণ কেড়ু আল ।
সদগরুবঅণে ধর পতবাল ॥ধ্রু॥
চীঅ থির করি ধরহু২ রে নাঈ৩
আন৪ উপাএ৫ পার ণ জাই ॥ধ্রু॥
নোবাহী৬ নৌকা টাণই৭ গুণে ।
মেলি মিল৮ সহজেঁ জাই৯ ণ আণেঁ ॥ধ্রু॥
বাটত ভঅ খান্ট বি বলআ ।
ভব-উলোলেঁ সবব১০ বি বোড়িয়া১১ ॥ধ্রু॥
কূল১২ লই খরে সোন্তে১৩ উজাই১৪ ।
সরহ ভণই গঅণেঁ১৫ সমাই১৬ ॥ধ্রু॥
১.
খান্ডি।
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
২. ধহু।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৩. নাহী। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৪. অন।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৫. উপায়ে।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৬. নৌবাহী।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৭. টাগুঅ।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৮. মেল।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
মেলি।
Materlals for a Critical Edition of the Old Bengali Caryapadas- প্রবোধ
চন্দ্র বাগচী।
৯. জাউ।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
জা [ই] উ।
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১০. ষঅ।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
সব।
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১১. বোলিঅ।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১২. কুল। চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১৩. সোন্তে। চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১৪. উজঅ।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১৫. গণেঁ।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
গ [অ]নেঁ।
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১৬. পমাএঁ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী