কথা: কৃষ্ণপাদানাম্ (কাহ্নপাদানাম)
গান: ১১
বিষয়: চর্যাগীতি-৪০


         রাগ-মালসী গবুড়া
 
জো মণ-গোঅর আলাজালা ।
   আগম পোখী ইট্‌ঠা মালা ॥ধ্রু॥
   ভণ কইসেঁ সহজ বোলবা জাই
   কাঅবাক্ চিঅ জসু ণ সমাই ॥ধ্রু॥
   আলেঁ গুরু উএসই সীস ।
   বাক্ পথাতীত কহিব কীস ॥ধ্রু॥
   জেতই বোলী তেতবি টাল ।
   গুরু বোব সে সীসা কাল ॥ধ্রু॥
   ভণইকাহ্ন জিণরঅণবি কইসা
   কাল বোবেঁ১০ সংবোহিঅ জইসা ॥ধ্রু॥

১. গোএর। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
               চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন।
২. ইষ্টা। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
    ঠন্ঠা। চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন।
৩. জায়। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
               চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন।
৪. সমায়। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
               চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন।
৫. আলে।  বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৬. কাহিব। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
               চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন।
৭. বোধ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৮-৮. কাহ্নু জিণরঅণ বিকসই সা। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৯. কালে। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
               চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন।
১০. বোব। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
               চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন।


সূত্র :