রাগ-কাহ্ণু গুংজরী (কহু গুজ্জরী)
আই এ অণু অনা এ জগ রে ভাংতিএঁ সো১ পড়িহাই ।
রাজ সাপ দেখি জো চমকিই সাচে২ কি৩ তা৪ বোড়ো খাই ॥ধ্রু॥
অকট জোইআ র মা কর হথা লোণা৫ ।
৬অইস সহাবেঁ৬ জইজগ ৭বুঝসি তুটই বাসণা৭ তোরা ॥ধ্রু॥
৮মরুমরীচি গন্ধব্বনঅরী দাপণপড়িবিম্বু৮ জইসা ।
বাতাবত্তেঁ সা দিঢ়৯ ভইআ আপ১০ পাথর জইসা ॥ধ্রু॥
বাঞ্চি১১ সুআ জিম কেলি করই খেলই বহুবিহ খেড়া ।
বালুআ তেলেঁ সসর সিংগে১২ আকাশ১৩ ফুলিলা ॥ধ্রু॥
রাউতু ভণই কট ভুসুকু ভণই কট সঅলা অইস সহায়১৪ ।
জই তো মুঢ়া আছসি১৫ ভান্তি১৬ পূছতু১৭ সদগুরু পাব১৮ ॥ধ্রু॥
১. ভাংতি এঁসো। বৌদ্ধগান ও দোহা
(চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
ভন্তিএঁ।
Materlals for a
Critical Edition of the Old Bengali Caryapadas- প্রবোধ
চন্দ্র বাগচী।
২. ষারে। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ
শাস্ত্রী
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৩. কিং। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৪.তং।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৫. লোহা। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৬. -৬. আইস সভাবেঁ।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৭-৭. বুঝষি তুট বাষণা।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৮-৮.
মরুমরীচিগন্ধনইরীদাপতিবিম্বু।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
মরুমরীচি-গন্ধ [ব] নইরী দাপনিষিম্বু।
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৯. দিট। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
১০. অপেঁ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১১. বাদ্ধি।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
বান্ধি।
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১২. সসসিংগে।
Materlals for a
Critical Edition of the Old Bengali Caryapadas- প্রবোধ
চন্দ্র বাগচী।
১৩. আকাশ।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১৪. সহাবা। Materlals
for a Critical Edition of the Old Bengali Caryapadas- প্রবোধ
চন্দ্র বাগচী।
১৫. অচ্ছসি।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
অচ্ছই।
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১৬. ভান্তী।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস
১৭. পুচ্ছতু। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস
১৮. পাবা।
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন