কথা: কৃষ্ণপাদানাম্ (কাহ্নপাদানাম)
গান: ১২
বিষয়: চর্যাগীতি-৪২

          রাগ-কমোদ
  চিঅ সহজ সুণ সংপুন্না ।
  কান্ধ বিয়োএ মা হোহি বিসন্না ॥ধ্রু॥
  ভণ কইসে কাহ্ণ নাহি ।
  ফরই অনুদিন তোলাএ সমাই ॥ধ্রু॥
  মুঢ়া দিঠ নাঠ দেখি কাঅর ।
  ভাগ তরঙ্গ কি সোসই সাঅর ॥ধ্রু॥
  মুঢ়া আছন্তে লোঅ ন পেখই ।
  দুধ মাঝেঁ লড় ১০ণ আছন্তেঁ১০ দেখই ॥ধ্রু॥
  ভব জাই ণ আবই এসু কোই ।
  অইস১১ বিলসই কাহ্নিল জোই ॥ধ্রু॥

. শুণ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
       
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
২. কাহ্নু।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
       
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৩. অনুদিনং।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
       
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৪. তৈলোএ।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
Buddist Mystic Song (Revised and Enlarged Edition : 1966)। মুহম্মদ শহীদুল্লাহ
    তিলোএ।  
Materlals for a Critical Edition of the Old Bengali Caryapadasপ্রবোধ চন্দ্র বাগচী।
৫. পমাই।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
       
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৬. ভাঙ্গ।  
Materlals for a Critical Edition of the Old Bengali Caryapadasপ্রবোধ চন্দ্র বাগচী।
৭. সোষঈ।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
     সোসঈ। চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৮. সারঅর। মূল পুথির পাঠ।
৯. অচ্ছন্তে।
 
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
১০.-১০. ণচ্ছংতেঁ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
  চ্ছন্তেঁ ণ।
 চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১১. আইস।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
       
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন


সূত্র :