কথা: কুক্কুরীপা
গান: ৩
বিষয়: চর্যাগীতি-৪৮


   
  রাগ-পটমঞ্জরী
 
কুলিশ-ভর-নিদ বিআপিল
   সমতা জোএ মন্ডল সঅল॥
   বিষয় ইন্দিপুর সব জিতেল
   শূনরাঅ মহাসুহেঁ ভইল ॥
   তরু শাঙ্খ ধনি অনহা গাজই
   মোহ ভববল দুরে ভাজই ॥
   সুহ-নঅরীএ লই আগ থাতি
   আঙ্গুলি উভ তোলি কক্কুরী পা ভণথি ॥
   এ তৈলোএ মহাসুহেঁ লইঅ
   অথ নিনাদেঁ কুক্কুরীপাএঁ কহিঅ ॥

৪৮ সংখ্যক পদটি হরপ্রসাদ শাস্ত্রীর আবিষ্কৃত চর্যাগীতিগুলোর ভিতরে ছিল না।  ডঃ প্রবোধচন্দ্র বাগচী তিব্বতী অনুদিত এই পদটি সংগ্রহ করেন। এই অনুবাদ অনুসারে ডঃ সুকুমার সেন এর একটি কল্পিত পাঠ তৈরি করেন।


সূত্র :