রাগ-পটমঞ্জরী
কুলিশ-ভর-নিদ বিআপিল
সমতা জোএ মন্ডল সঅল॥
বিষয় ইন্দিপুর সব জিতেল
শূনরাঅ মহাসুহেঁ ভইল ॥
তরু শাঙ্খ ধনি অনহা গাজই
মোহ ভববল দুরে ভাজই ॥
সুহ-নঅরীএ লই আগ থাতি
আঙ্গুলি উভ তোলি কক্কুরী পা ভণথি ॥
এ তৈলোএ মহাসুহেঁ লইঅ
অথ নিনাদেঁ কুক্কুরীপাএঁ কহিঅ ॥
৪৮ সংখ্যক পদটি হরপ্রসাদ শাস্ত্রীর আবিষ্কৃত চর্যাগীতিগুলোর ভিতরে ছিল না। ডঃ প্রবোধচন্দ্র বাগচী তিব্বতী অনুদিত এই পদটি সংগ্রহ করেন। এই অনুবাদ অনুসারে ডঃ সুকুমার সেন এর একটি কল্পিত পাঠ তৈরি করেন।