কথা: ভুসূকুপাদানাম
গান: ৮
বিষয়: চর্যাগীতি-৪৯

       রাগ-মল্লরী
 
বাজ ণাব পাড়ী পউআঁ খালেঁ বাহিউ॥
   অদঅ বঙ্গাল  দেশ লুড়িউ ॥ধ্রু॥
   আজি ভুসুকু বঙ্গালী ভইলী ।
   ণিঅ ঘরিণী চন্ডালেঁ লেলী ॥ধ্রু॥
   ডহিঅ পাঞ্চ পাটণ ইন্দি বিসআ ণঠা ।
   ণ জানমি চিঅ মোর কহিঁ গই পইঠা ॥ধ্রু॥
   সোণ অ রুঅ মোর কিম্পি ণ থাকিউ ।
   নিঅ পরিবারে মহাসুহে থাকিউ ॥ধ্রু॥
   চউকোড়ি ভন্ডার মোর লইআ সেস ।
   জীবন্তে মইলেঁ নাহি বিশেশ ॥ধ্রু॥
 

১. রাজনাব। Materlals for a Critical Edition of the Old Bengali Caryapadasপ্রবোধ চন্দ্র বাগচী।
২. পাড়া।
 চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৩. পউআ।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
              চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৪. বঙ্গালে।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
     দঙ্গালে। চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৫. ক্লেশ।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৬. ভুসু। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৭. চন্ডালী। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৮-৮. ডহি জো পঞ্চধাট্‌ণই দিবি সংজ্ঞা। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
        দহিঅ পঞ্চপাটণ ইন্দি বিসআ। চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৯. তরুঅ।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী


সূত্র :