রাগ-পটমঞ্জরী
কাহেরে১ ঘিনি মেলি আছহুঁ২ কীস ।
বেঢ়িল৩ হাক পড়ই৪ চৌদীস ॥ধ্রু॥
অপণা মাংসেঁ হরিণা বৈরী ।
খনহ ন ছাড়ই৫ ভুসূকু৬ অহেরী৭ ॥ধ্রু॥
তিণ ন হুবই৮ হরিণা পিবই ন পাণী ।
হরিণা হরিণির নিলঅ ণ জাণী ॥ধ্রু॥
হরিণী বোলই৯ সূণ হরিণা১০ তো ।
এ বণ ছাড়ী১১ হোহু ভান্তো ॥ধ্রু॥
তরঙ্গতেঁ১২ হরিণার খুর ন দীসই১৩ ।
ভুসূকু ভণই মূঢ়া-হিঅহি ণ পইসই১৪ ॥ধ্রু॥
১. কাহৈরি।
বৌদ্ধগান ও দোহা
(চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
২. অচ্ছহু।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৩. বেঢিল। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৪. পড়অ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৫. ছাড়অ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৬. ভুকু। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৭.
অহেঁরি।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৮. চছুপইী। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৯. বোলঅ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১০. সুণ হরিআ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
হরিণা সুণ। Buddist
Mystic Song (Revised and Enlarged Edition
: 1966)।
মুহম্মদ শহীদুল্লাহ
১১. চছাড়ী। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১২. তরঙ্গন্তে। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
তসরন্তে । Materlals
for a Critical Edition of the Old Bengali Caryapadas- প্রবোধ
চন্দ্র বাগচী
১৩. দীসঅ। বৌদ্ধগান ও
দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১৪. পইসঙ্গ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী