মীরাবাঈ
যোগেশচন্দ্র চৌধুরীর রচিত রেকর্ড-নাটক। 
১৯৩৩ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর 
(ভাদ্র-আশ্বিন ১৩৪০) এইচএমভি রেকর্ড কোম্পানি এই নাটকের দুটি 
রেকর্ড প্রকাশ করেছিল। এই নাটকে নজরুলের রচিত গানগুলো 
ছিল-
				- আজো হেথা তেমনি ধারা বাজে শ্যামের বাঁশরি 
		[তথ্য]
 সমবেত কণ্ঠে গীত। এন ৭১৫৩।
- 
		আমার হৃদয় বৃন্দাবনে নাচে রে গিরিধারী বনমালিয়া 
	[তথ্য]
		
 মীরা ও শ্রীকৃষ্ণের গান। 
		এন ৭১৫০।
- কও কথা কও কথা হে দেবতা
		 [তথ্য]
 চরিত্র: মীরাবাঈ। নাট্যকার: যোগেশ চৌধুরী। এন ৭১৪৫। শিল্পী: মিস প্রভা
- হরি নাচত নন্দদুলাল (নাচত নন্দদুলাল ) 
				[তথ্য]
 চরিত্র মীরাবাঈ।  নাট্যকার: যোগেশ চৌধুরী। 
		সুর ধীরেন দাস। এন ৭১৪৭। শিল্পী কমল ঝরিয়া।