'মানুষের জীবন-প্রবাহের যে বিচিত্র-গতি নানাভাবে নানারূপে লক্ষ্য করা যায়- তারই বাস্তব-চিত্র এই অনুষ্ঠানটির মধ্য ফুটিয়ে তোলা হ'য়েছে।
মানব-জীবন ঠিক নদীর মত। অসীম থেকেই এই জীবন -নির্ঝরের জন্ম, আর স্রোতস্বিনীরূপে অনন্তের বুকেই এ-র পরিসমাপ্তি। কিন্তু উৎস-মুখ থেকে মোহানা পর্যন্ত যে-মধ্যপথ র'য়েছে, সেই পথ কখনো দুর্গম, কখনো জটিল, কখনো-বা সরল-সুন্দর। খণ্ড খণ্ড সুখ-দুঃখের ঘটনা নিত্য-চলার পথে ঘটে থাকে, তা'র-দিক নানা, তা'র বৈচিত্র্য বা প্রকাশ বহু।
এই ভাবটির 'পরে ভিত্তি ক'রে কথা সূত্রে, সঙ্গীত ও গানের সমন্বয়ে অনুষ্ঠানটি রচিত।
বেতার জগৎ ১১শ বর্ষ ১ম সংখ্যার [পৃষ্ঠা: ১৩] 'আমাদের কথা' এবং অনুষ্ঠান সূচী (পৃষ্ঠা: ৩৯) অনুসারে কলকাতা বেতারে প্রচারিত 'প্রবাহ'-এর বিষয়ে যা জানা যায়, তা হলো-
সম্প্রচার কেন্দ্র: কলকাতা বেতার কেন্দ্র
সময় ও তারিখ: বুধবার, ১০ জানুয়ারি ১৯৪০, ২৫ পৌষ ১৩৪৬। সান্ধ্য অনুষ্ঠান ৬.৫০-৮.০৪ মিনিট।
অনুষ্ঠানের নাম: প্রবাহ (গীতিকা)। [মানব-জীবন-ভেসে চলেছে অনন্তের পানে। তারই বৈচিত্র্যপূর্ণ গতি-রহস্য]
পরিকল্পনা: সুরেশচন্দ্র চক্রবর্তী
রচনা: জগৎ ঘটক
গান ও সুর: কবি নজরুল ইসলাম ও কে. গাঙ্গুলী
সহযোগী: কালিদাস গঙ্গোপাধ্যায়
বেতাররূপ ও সংগঠনা: বাণীকুমার
সঙ্গীত-পরিবেশ: সুরেন্দ্রলাল দাসের নেতৃত্বে যন্ত্রী-সঙ্ঘ
অনুষ্ঠান