জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের গান
 
     রাগিণী সর্ফর্দ্দা
নিতান্ত্ না রইতে পেরে দেখিতে পেরে দেখিতে এলেম আপনি,
দ্‌যাখো বা না দ্যাখো আমার দেখিব ও মুখখানি।
মনে করি আসিব না, এ-মুখ আর দেখাব না,
না দেখিলে প্রাণ কাঁদে, কেন যে তা নাহি জানি।
এসেছি দিব না ব্যথা, তুলিব না কোন কথা,
সাধিব না কাঁদিব না-যাব এখনি
যেথাই আছো সেথাই থাকো, আর কাছে যাব নাকো,
চোখের দেখা দেখ্‌ব শুধু-দেখেই যাব অমনি।