জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের গান
রাগিণী সর্ফর্দ্দা
নিতান্ত্ না রইতে পেরে দেখিতে পেরে দেখিতে এলেম আপনি,
দ্যাখো বা না দ্যাখো আমার দেখিব ও মুখখানি।
মনে করি আসিব না, এ-মুখ আর দেখাব না,
না দেখিলে প্রাণ কাঁদে, কেন যে তা নাহি জানি।
এসেছি দিব না ব্যথা, তুলিব না কোন কথা,
সাধিব না কাঁদিব না-যাব এখনি
যেথাই আছো সেথাই থাকো, আর কাছে যাব নাকো,
চোখের দেখা দেখ্ব শুধু-দেখেই যাব অমনি।
- রচনাকাল: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। গানটি প্রথম জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের রচিত
স্বপ্নময়ী নাটকের জন্য ব্যবহৃত হয়েছিল। এই নাটকটি প্রথম প্রকাশিত হয়েছিল- ১২ চৈত্র ১২৮৮, ২৪ মার্চ ১৮৮২ খ্রিষ্টাব্দ।।
- গ্রন্থ:
-
স্বপ্নময়ী
- প্রথম প্রকাশ: ১২ চৈত্র ১২৮৮, ২৪ মার্চ ১৮৮২ খ্রিষ্টাব্দ।
আদি ব্রাহ্মসমাজ যন্ত্র)।
[পঞ্চম অঙ্ক, প্রথম গর্ভাঙ্ক।
সুমতির গান। সর্ফর্দা।] পৃষ্ঠা: ১৪৯
- জ্যোতিরিন্দ্রনাথের নাট্যসংগ্রহ (প্রথম প্রকাশ।
বিশ্বভারতী। অগ্রহায়ণ ১৩৭৬)।
[পঞ্চম অঙ্ক, প্রথম গর্ভাঙ্ক।
সুমতির গান। সর্ফর্দা। পৃষ্ঠা: ৫২৭।