স্বপ্নময়ী
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের রচিত নাটক বিশেষ। প্রথম প্রকাশ: ১২ চৈত্র ১২৮৮, ২৪ মার্চ ১৮৮২ খ্রিষ্টাব্দ। গ্রন্থটির প্রকাশের পরিচয় হিসেবে মুদ্রিত হয়েছিল-  কলিকাতা/আদি ব্রাহ্মসমাজ যন্ত্রে/শ্রীকালিদাস চক্রবর্ত্তী কর্ত্তৃক/ মুদ্রিত ও প্রকাশিত।/সন ১৮৮৮।
          [
স্বপ্নময়ী প্রথম প্রকাশ]

নাটকটির উৎসর্গপত্রে উল্লেখ ছিল- 'কবি-কুল-রত্ন শ্রীযুক্ত বিহারীলাল চক্রবর্ত্তী/সুহৃদ্বরের হস্তে আমার স্বপ্নময়ীকে সমর্পণ করিলাম।'

এটি একটি ইতিহাসাশ্রয়ী বিয়োগান্তক নাটক। ইতিহাসের বিচারে এই ঘটনা রাজপুতদের। কিন্তু জ্যোতিরিন্দ্রনাথের নাটকের ঘটনা ঘটেছে বাংলার বর্ধমান অঞ্চলে। গবেষকদের মতে- এই নাটকটিতে রবীন্দ্রনাথের গান ছাড়াও বেশ কিছু সংলাপ রবীন্দ্রনাথের রচিত বলে অনুমান করেছেন।

এই নাটকে ব্যবহৃত গানের তালিকা

  1. বল্ গোলাপ মোরে বল্ [দ্বিতীয় অঙ্ক, প্রথম গর্ভাঙ্ক, গোলাপের প্রতি গান, পিলু। খেমটা।] [রবীন্দ্রনাথের গান। [প্রেম-৩৯৪] [তথ্য]
  2. আমি স্বপনে রয়েছি ভোর [দ্বিতীয় অঙ্ক, প্রথম গর্ভাঙ্ক, কল্পনায় স্বপ্নময়ীর নেপথ্য হইতে গোলাপের প্রত্যুত্তর শ্রবণ [গোলাপের গান], গৌরী।]  [রবীন্দ্রনাথের গান  [প্রেম ও প্রকৃতি ১৬] [তথ্য]
  3. আঁধার শাখা উজল করি [দ্বিতীয় অঙ্ক, প্রথম গর্ভাঙ্ক, মালতির প্রতি গান [স্বপ্নের গান]। গৌড়সারং। কাওয়ালি] [রবীন্দ্রনাথের গান, নাট্যগীতি-১০] [তথ্য]
  4. হৃদয় মোর কোমল অতি [দ্বিতীয় অঙ্ক, প্রথম গর্ভাঙ্ক,  গৌড়সারং। কাওয়ালি] [রবীন্দ্রনাথের গান, প্রেম ও প্রকৃতি ১২] [তথ্য]
  5. হাসি কেন নাই ও নয়ন [ তৃতীয় অঙ্ক, প্রথম গর্ভাঙ্ক। নেপথ্যে কল্পনায় গান শ্রবণ [স্বপ্নময়ীর শ্রবণ]। সিন্ধু। ঝিঁঝিট।] [রবীন্দ্রনাথের গান প্রেম ও প্রকৃতি ১৮] [তথ্য]
  6. ক্ষমা করো মোরে সখী [তৃতীয় অঙ্ক, প্রথম গর্ভাঙ্ক। স্বপ্নময়ীর গান। ঝিঁঝিট]  [রবীন্দ্রনাথের গান] [তথ্য]
  7. এসো গো এসো বনদেবতা [তৃতীয় অঙ্ক, প্রথম গর্ভাঙ্ক। স্বপ্নময়ীর গান। রাগিণী। প্রভাতী [রবীন্দ্রনাথের গান][তথ্য]
  8. দেশে দেশে ভ্রমি তব দুখগান [তৃতীয় অঙ্ক, প্রথম গর্ভাঙ্ক। নেপথ্যে চারিদিক হইতে গান। বাহার] [রবীন্দ্রনাথের গান][তথ্য]
  9. দে লো সখি দে  [তৃতীয় অঙ্ক, চতুর্থ গর্ভাঙ্ক। সুমতির গান। দেশ] [রবীন্দ্রনাথের গান][তথ্য]
  10. না জানি কি গুণ ধরে মুখখানি  [তৃতীয় অঙ্ক, ষষ্ঠ গর্ভাঙ্ক। জেহেনার গান। বেহাগ] [জ্যোতিরিন্দ্রনাথের গান] [তথ্য]
  11. বুঝেছি বুঝেছি সখা [তৃতীয় অঙ্ক, ষষ্ঠ গর্ভাঙ্ক। সুমতির গান। ভৈরবী] [রবীন্দ্রনাথের গান] [তথ্য]
  12. সজনি লো বল কেন [চতুর্থ অঙ্ক, দ্বিতীয় গর্ভাঙ্ক। জেহেনার গান। সিন্ধু] [জ্যোতিরিন্দ্রনাথের গান] [তথ্য]]
  13. বলি গো সজনী [চতুর্থ অঙ্ক, তৃতীয় গর্ভাঙ্ক। সুমতির গান। খট] [রবীন্দ্রনাথের গান] [তথ্য]
  14. দেখে যা, দেখে যা [প্রেম-৩৭৭]  [পঞ্চম অঙ্ক, প্রথম গর্ভাঙ্ক। জেহেনার গান। কালাংড়া। আড়খেমটা] [রবীন্দ্রনাথের গান][তথ্য]
  15. নিতান্ত না রইতে পেরে [পঞ্চম অঙ্ক, প্রথম গর্ভাঙ্ক। সুমতির গান। সর্ফর্দা।]  [জ্যোতিরিন্দ্রনাথের গান] [তথ্য]
  16. আয় তবে সহচরী [পঞ্চম অঙ্ক, প্রথম গর্ভাঙ্ক। নর্তকীর গান। ছায়ানট।] [রবীন্দ্রনাথের গান][তথ্য]
  17. কে যেতেছিস, আয় রে হেথা [পঞ্চম অঙ্ক, প্রথম গর্ভাঙ্ক। জেহেনার গান। বাগেশ্রী। খেমটা] [তথ্য][রবীন্দ্রনাথের গান]