বিষয়: 
রবীন্দ্রসঙ্গীত। 
শিরোনাম: 
বল্ , গোলাপ, মোরে বল
পাঠ 
ও পাঠভেদ: 
	- গীতবিতান (বিশ্বভারতী, 
	কার্তিক ১৪১২)-এর 
	পাঠ: 
	প্রেম : ৩৯৪ 
	
	
বল্ , গোলাপ, মোরে বল,
		        তুই ফুটিবি, সখী, কবে।
		
				ফুল  ফুটেছে চারি পাশ, চাঁদ হাসিছে 
সুধাহাস,
				বায়ু  ফেলিছে মৃদু শ্বাস, পাখি গাইছে 
মধুরবে―
		        তুই ফুটিবি, সখী, কবে॥ 
		
				প্রাতে   পড়েছে, শিশিরকণা, সাঁঝে 
বহিছে দখিনা বায়,
		        কাছে  ফুলবালা সারি সারি―
		
				দূরে  পাতার আড়ালে সাঁঝের তারা মুখানি 
দেখিতে চায়।
				বায়ু দূর  হতে আসিয়াছে, যত ভ্রমর ফিরিছে 
কাছে,
		        কচি কিশলয়গুলি  রয়েছে নয়ন তুলি―
		           
		তারা শুধাইছে মিলি সবে,
		               
		তুই ফুটিবি, সখী, কবে॥
	
	- 
	
	পাণ্ডুলিপির 
	পাঠ: পাওয়া যায়নি। 
- 
	পাঠভেদ: 
                                                               
	
- তথ্যানুসন্ধান
	- ক. রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে 
	সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৮৮২ খ্রিষ্টাব্দে প্রকাশিত 
	জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নময়ী নাটকের, 
	দ্বিতীয় অঙ্ক, প্রথম গর্ভাঙ্কে ব্যবহৃত হয়েছিল। এই বিচারে 
	অনুমান করা হয় গানটি রবীন্দ্রনাথের 
	২০ বৎসর বয়সের রচনা।
	
 
 
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
	
		- গ্রন্থ
		
			- 
			
	কাব্যগ্রন্থ
			- 
			
			অষ্টম খণ্ড 
			
			 [মজুমদার লাইব্রেরি, ১৩১০ বঙ্গাব্দ]। 
			বিবিধ সঙ্গীত। পিলু-খেমটা। পৃষ্ঠা: ৬
			
			[নমুনা]
- 
			
			দশম খণ্ড  [ইন্ডিয়ান প্রেস ১৩২৩ 
			বঙ্গাব্দ), বিবিধ সঙ্গীত। পৃষ্ঠা: ১২১।
			
			[
নমুনা]
 
- 
কাব্যগ্রন্থাবলী 
				[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩।  গান। পিলু-খেমটা। পৃষ্ঠা ৪৩৮-৪৩৯]  
			নমুনা: 
প্রথমাংশ,
শেষাংশ]
- 
			
গান 
				- 
				
			প্রথম সংস্করণ [সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ । গান। পিলু-খেমটা। 
				পৃষ্ঠা: ৪।]  [নমুনা: 
প্রথমাংশ]
- ইন্ডিয়ান প্রেস, ১৩১৬ বঙ্গাব্দ।
- ইন্ডিয়ান পাবলিশিং হাউস, ১৩২১ বঙ্গাব্দ।
 
- 
			
			গানের বহি ও বাল্মীকি প্রতিভা (আদি ব্রাহ্মসমাজ যন্ত্র ১৩০০)। পিলু-খেমটা। পৃষ্ঠা: ১৫৫] [নমুনা:
	প্রথমাংশ,
	শেষাংশ]
- 
গীতবিতান
		- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ 
		(বিশ্বভারতী ১৩৮০)। 
				প্রেম 
				(প্রেম 
			বৈচিত্র্য-৩৬৫)
				পর্যায়ের ৩৯৪ 	সংখ্যক গান।
				
 
- 
গৃহপ্রবেশ
(নাটক) অশ্বিন ১৩৩২। সংযোজন অংশ। 
			হিমির গান। রবীন্দ্ররচনাবলী ১৭তম খণ্ড (বিশ্বভারতী)। পৃষ্ঠা ৪৪২।
- 
			
			রবিচ্ছায়া
			[সাধারণ ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২। বিবিধ ২৭। 
			পিলু-খেমটা । 
			পৃষ্ঠা: ২১-২২। 
			[নমুনা: 
	প্রথমাংশ,
	শেষাংশ]
- 
		
রবীন্দ্রগ্রন্থাবলী (হিতবাদী ১৩১১)। 
		পিলু-খেমটা ।পৃষ্ঠা: ১০০০। 
		[নমুনা ]
 
- 
			স্বপ্নময়ী 
		
			-  প্রথম প্রকাশ:  ১২ চৈত্র ১২৮৮, ২৪ মার্চ ১৮৮২ খ্রিষ্টাব্দ। 
			আদি ব্রাহ্মসমাজ যন্ত্র)। দ্বিতীয় অঙ্ক, প্রথম গর্ভাঙ্ক। গোলাপের প্রতি গান, পিলু। খেমটা। 
			পৃষ্ঠা: ৩৭-৩৮। 
 
- 
			স্বরবিতান বিংশ
			(২০) খণ্ডের (ফাল্গুন ১৪১১ বঙ্গাব্দ) 
			২ সংখ্যক গান। পৃষ্ঠা : 
			১৩-১৫। 
		
			[নমুনা]
- 
			হিতবাদী ১৩১১
 
- পত্রিকা
		
		
			- 
			বালক (বৈশাখ ১২৯২ 
			বঙ্গাব্দ)। 
			রাগিণী পিলু। তাল খেমটা 
			[নমুনা]
 
 
গ.	সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
		- ভাঙাগান:
		এটি 
	একটি 
		ভাঙা গান।
 মূল গান: গয়লা দিদি গো [লোকগান]
		[শ্রবণ 
	নমুনা: অজ্ঞাত]
 
- সুর
 ও তাল:স্বরলিপিকার: 
		
			- প্রতিভাদেবী। 
			
 [
			প্রতিভাদেবী
			
			-কৃত রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
 [স্বরলিপি]
 
- সুর ও তাল:
			- 
			স্বরবিতান বিংশ
			
			 (২০) খণ্ডের (ফাল্গুন ১৪১১ বঙ্গাব্দ)
			
			গৃহীত গানটির 
			স্বরলিপিতে রাগ-তালের নাম হিসেবে 
			উল্লেখ রয়েছে 
			যথাক্রমে পিলু 
			ও খেমটা।
 [খেমটা
			তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের 
			তালিকা]
- রাগ : পিলু। [রবীন্দ্রসঙ্গীতে 
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। 
সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭২] 
- রাগ: পিলু। 
			তাল: খেমটা । [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস, 
			ডিসেম্বর, ২০০৬)। পৃষ্ঠা: ৬৭
- 
			রাগ: 
			পিলু। 
			তাল: খেমটা 
			
			[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। 
		প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। 
		পৃষ্ঠা: ১১৭]
 
গ্রহস্বর: 
		সা।
		
		লয়: মধ্য।