গান ১৯১৪ খ্রিষ্টাব্দ
২৩ সেপ্টেম্বর ১৯১৪ খ্রিষ্টাব্দে [৬ আশ্বিন ১৩২১] এই গ্রন্থটি প্রকাশিত হয়
ইন্ডিয়ান প্রেস এলাহাবাদ ও ইন্ডিয়ান পাবলিশিং হাউস কলকাতা থেকে। প্রকাশক ছিলেন
প্রিয়নাথ দাশগুপ্ত। এই গ্রন্থটি ২টি ভাগে বিভাজিত ছিল। এই ভাগগুলি হলো- গান ও
ধর্ম্মসঙ্গীত
।
গান ১৯২৭ খ্রিষ্টাব্দ
১৯২৭ খ্রিষ্টাব্দে এই গ্রন্থটি প্রকাশিত হয়। এই গ্রন্থের এই ভাগগুলি হলো-
বাল্মীকি প্রতিভা, মায়ার খেলা, বিবিধ সঙ্গীত, জাতীয় সঙ্গীত।
এই গ্রন্থে যে
গানগুলো গৃহীত
হয়েছিল, তার তালিকা দেওয়া হলো।
অনন্তসাগরমাঝে দাও তরী ভাসাইয়া। [প্রেম ও প্রকৃতি-৪৪] [তথ্য] -১৯১৪ সংস্করণ
অমল ধবল পালে লেগেছে [প্রকৃতি-১৪৫] [তথ্য] -১৯১৪ সংস্করণ
আমি যে সব নিতে চাই [বিচিত্র-৪৫] [তথ্য]-১৯১৪ সংস্করণ
গহন কুসুমকুঞ্জ-মাঝে [ভানুসিংহঠাকুরের পদাবলী-৮] [তথ্য]
তুমি কেমন করে গান করো হে গুণী। [পূজা-৪] [তথ্য] ১৯০৯ সংস্করণ
বিশ্ববীণারবে বিশ্বজন মোহিছে [প্রকৃতি-১] [তথ্য] ১৯১৪ সংস্করণ।
শুনহ শুনহ বালিকা [ভানুসিংহঠাকুরের পদাবলী-২] [তথ্য] ১৯১৪ সংস্করণ
সজনি সজনি রাধিকা লো [ভানুসিংহঠাকুরের পদাবলী-৫] [তথ্য] ১৯১৪ সংস্করণ