বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
শুন লো শুন
লো বালিকা
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান
(বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)-এর
পাঠ:
ভানুসিংহ ঠাকুরের পদাবলী ২
শুন লো
শুন লো বালিকা,
রাখ কুসুমমালিকা,
কুঞ্জ কুঞ্জ ফেরনু সখি, শ্যামচন্দ্র নাহি রে
॥
দুলই কুসুমমুঞ্জরী, ভমর ফিরই গুঞ্জরি,
অলস যমুনা বহয়ি যায় ললিত গীত গাহি রে॥
শশিসনাথ যামিনী,
বিরহবিধুর কামিন
কুসুমহার ভইল ভার— হৃদয় তার দাহিছে।
অধর উঠই কাঁপিয়া
সখিকরে কর আপিয়া,
কুঞ্জভবনে পাপিয়া কাহে গীত গাহিছে॥
মৃদু সমীর সঞ্চলে
হরয়ি শিথিল অঞ্চলে,
বালিহৃদয় চঞ্চলে কাননপথ চাহি রে।
কুঞ্জপানে হেরিয়া অশ্রুবারি ডরিয়া
ভানু গায় শূন্যকুঞ্জ, শ্যামচন্দ্র নাহি রে॥
-
সরলার্থ: শোন শোন বালিকা, ফুলের
মালা রেখে দাও। কুঞ্জে ঘুরে বেড়ালাম সখি কোথাও শ্যামের দেখা পেলাম না।
পুষ্পমঞ্জরী দুলছে, ভ্রমর গুঞ্জন করে ঘোরাফেরা করছে, আলস্যে যমুনা সুমুধুর
কলসঙ্গীতের প্রবাহিত হচ্ছে। রাত্রি তার পতি চন্দ্রের সাথে বিরাজমান, (শুধু আমি)
বিরহবেদনায় এক নারী। তার পুষ্পমালা ভারি হয়ে উঠেছে, তার হৃদয় বিরহে দগ্ধ হচ্ছে।
সখির হাতে হাত রেখে, তার অধর বেদনায় কম্পিত হচ্ছে কুঞ্জভবনের পাপিয়া কোথায় গান
গাইছে। মৃদু বাতাস সঞ্চালিত হচ্ছে, শিথিল আঁচল খসে পড়ছে। বালিকা-হৃদয়ের
চাঞ্চল্যে বনপথের দিকে বারবার দৃষ্টিপাত করছে। কুঞ্চপথের দিকে দৃষ্টিপাত করে,
অশ্রু বর্ষণ করে ভানু শ্যামবিহীন কুঞ্জবনে গাইছে।
-
পাণ্ডুলিপির পাঠ:
-
পাঠভেদ: পাঠভেদ আছে। কাব্যগ্রন্থ, গান প্রভৃতি
গ্রন্থে গানটির প্রথম চরণ হিসেবে পাওয়া যায়- শুনহ শুনহ বালিকা
-
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান:
সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১২৯১ বঙ্গাব্দের ১৮ আষাঢ় তারিখে প্রকাশিত হয় ভানুসিংহ ঠাকুরের পদাবলী গ্রন্থটি। ভারতী পত্রিকার বিভিন্ন সংখ্যায় প্রকাশিত ১৩টি কবিতা ও নতুন ৮টি কবিতা নিয়ে— ১২৯১ বঙ্গাব্দের আষাঢ় মাসে যে গ্রন্থটি প্রকাশিত হয়েছিল, তার নাম দেওয়া হয়েছিল ভানুসিংহ ঠাকুরের পদাবলী। এই গ্রন্থটির প্রকাশকালে রবীন্দ্রনাথের বয়স ছিল- ২৩ বৎসর ২ মাস। আলোচ্য গানটি এই গ্রন্থেই প্রথম প্রকাশিত হয়।
-
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
কাব্যগ্রন্থ
-
কাব্যগ্রন্থাবলী
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। ভানুসিংহ ঠাকুরের পদাবলী।
শিরোনাম 'শূন্য কানন'। পৃষ্ঠা ১৯]
[নমুনা]
-
গান
-
গানের বহি ও বাল্মীকি প্রতিভা(আদি ব্রাহ্মসমাজ যন্ত্র, ১৩০০)।
ভৈরবী। গান ৭০। পৃষ্ঠা: ৬৭-৬৮ [নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, মাঘ ১৩৩৮ বঙ্গাব্দ।
কৈশোরক
(১৩০৩ বঙ্গাব্দ) থেকে গৃহীত হয়েছিল। চতুর্থ গান।
পৃষ্ঠা: ৪]
[নমুনা]
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী,চৈত্র ১৪১৩),ভানুসিংহ ঠাকুরের পদাবলী ২।
- বাঙালির গান,
রবীন্দ্রনাথ ঠাকুর ২৩, ভৈরবী-খেমটা। দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত (১৩১২) ।
-
ভানুসিংহ ঠাকুরের পদাবলী
- প্রকাশক রবীন্দ্রনাথ, আদি ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯১ বঙ্গাব্দ)। ভৈরবী। পৃষ্ঠা: ৪-৫।
[নমুনা
প্রথমাংশ।
শেষাংশ]
- রবীন্দ্ররচনাবলী দ্বিতীয় খণ্ড। বিশ্বভারতী (শ্রাবণ ১৩৪৬)। ২ সংখ্যক পদ। পৃষ্ঠা ৬।]
-
রবিচ্ছায়া[সাধারণ ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২।
বিবিধ ৪৫। ভৈরবী-একতালা। পৃষ্ঠা: ৪২-৪৩।
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
রবীন্দ্রগ্রন্থাবলী (হিতবাদী ১৩১১)। ভৈরবী।
গান সংখ্যা ৭০। পৃষ্ঠা: ৯৮২ [নমুনা]
-
শতগান, ৩১ সংখ্যক গান, ভৈরবী-একতালা (১৩০৭ বঙ্গাব্দ)।
সরলাদেবী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত।
সুবর্ণ সংস্করণ, ১৪১৮। পৃষ্ঠা: ১০৬-১০৯।
-
স্বরবিতান একবিংশ
খণ্ডের (২১, ভানুসিংহের পদাবলী, মুদ্রণ : মাঘ ১৪১৫) পঞ্চম গান। পৃষ্ঠা ২০-২২।
[নমুনা]
-
গ.সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
-
স্বরলিপি:
[স্বরলিপি]
-
স্বরলিপিকার:
-
সুর
ও
তাল:
-
স্বরবিতান একবিংশ
(২১, ভানুসিংহ ঠাকুরের পদাবলী) খণ্ড (শ্রাবণ ১৪০৬) এই গানটির
স্বরলিপির সাথে রাগ-তালের উল্লেখ নেই। গানটি ৩।৩।৩।৩। মাত্রা ছন্দে
একতাল-এ নিবদ্ধ।
-
রাগ
:
ভৈরবী। তাল :
একতালা [শতগান ১৩০৭। সরলাদেবী]
-
ভৈরবী।
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী [আদি ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯১
বঙ্গাব্দ)। ললিত। পৃষ্ঠা: ৪-৫।]
-
রাগ : ভৈরবী।
[রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার।
রবীন্দ্রনাথের প্রেমের গান । সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০।
পৃষ্ঠা : ৮১]
-
রাগ :
ভৈরবী
-
কীর্তন।
তাল :
একতাল। [রবীন্দ্রসংগীত:
রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬],
পৃষ্ঠা: ৭৮।
[রবীন্দ্রনাথের
কীর্তনাঙ্গের গানের তালিকা]
-
রাগ: ভৈরবী।
তাল: একতাল।
[রাগরাগিণীর
এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ
রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১],
পৃষ্ঠা: ১৩৫।
-
বিষয়াঙ্গ:
পদাবলী।
-
সুরাঙ্গ:
কীর্তন।
-
গ্রহস্বর:
মা।
-
লয়:
মধ্য।