রবিচ্ছায়া
রবীন্দ্রনাথের গানের প্রথম
সংকলন গ্রন্থ।
১২৯২
বঙ্গাব্দের বৈশাখ মাসে এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল। এর প্রকাশক ছিলেন
শ্রীযোগেন্দ্র নারায়ণ
মিত্র। এর মূল্য রাখা হয়েছিল ১২ আনা। অগ্রহায়ণ মাসে এর দাম কমিয়ে করা হয় আট আনা।
মূল্য কমানোর বিজ্ঞাপনে প্রকাশক জানিয়েছিলেন - '১২৯১ সনের শেষ দিন পর্য্যন্ত
রবীন্দ্রবাবু যতগুলি সঙ্গীত রচনা করিয়াছেন প্রায় সেগুলি সমস্তই এই পুস্তকে দেওয়া
গেল।' প্রকৃতপক্ষে ১৯৯১ বঙ্গাব্দ পর্যন্ত রবীন্দ্রনাথের রচিত গানের সংখ্যা ছিল
৩০৩টি। আর রবিচ্ছায়া প্রকাশিত গানের সংখ্যা ছিল ২০১টি।
রবিচ্ছায়ার এই ২০১টি গান ৪টি ভাগে বিন্যস্ত হয়ে গ্রন্থটিতে স্থান পেয়েছিল। এই ভাগ
চারটি হলো
—
- বিবিধ সঙ্গীত। গান সংখ্যা ১১৬
- ব্রহ্মসঙ্গীত। গান সংখ্যা গান সংখ্যা ৭৪
- জাতীয় সঙ্গীত। গান সংখ্যা ৭।
- পরিশিষ্ট। গান সংখ্যা ৪।
নিচে বিভাগ অনুসারে এই গ্রন্থে অন্তর্ভুক্ত
গানের তালিকা দেওয়া হলো
বিবিধ
সঙ্গীত। গান সংখ্যা ১১৬
- অনন্তসাগরমাঝে দাও তরী ভাসাইয়া। [বিবিধ ২০]
[তথ্য]
[নমুনা]
- অসীম সংসারে যার কেহ নাহি কাঁদিবার [বিবিধ ১৬]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- আঁধার শাখা উজল করি
[বিবিধ ২৩]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- আজ তোমারে দেখতে এলেম [বিবিধ ৪৬]
[তথ্য]
[নমুনা]
- আজু সখি, মুহু মুহু [বিবিধ ৪১]
[তথ্য]
[নমুনা:
প্রথামাংশ,
দ্বিতীয়াংশ,
শেষাংশ]
- আমার প্রাণের পরে চলে গেল [বিবিধ ৯৭]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- আমাদের সখীরে কে নিয়ে যাবে [বিবিধ ৮০]
[তথ্য]
[নমুনা:
প্রথামাংশ,
দ্বিতীয়াংশ]
- আমি স্বপনে রয়েছি ভোর [বিবিধ ২৬]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- আয় তবে সহচরী [বিবিধ ২৫]
[তথ্য]
[নমুনা]
- আয় রে আয় রে সাঁঝের বা [বিবিধ ৩৬]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ
,
শেষাংশ]
- আয় লো সজনি [বিবিধ ১৩]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- আর কি আমি ছাড়ব তোরে [বিবিধ ১১১]
[তথ্য]
[নমুনা]
- এ কী হরষ হেরি কাননে [বিবিধ ১০]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- এ ভালোবাসার যদি দিতে প্রতিদান [বিবিধ ৫৩]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- একবার বলো, সখী [বিবিধ ৫০]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- এতদিন পরে, সখী [বিবিধ ৭৬]
[তথ্য]
[নমুনা]
- এত ফুল কে ফোটালে [বিবিধ ৭৯]
[তথ্য]
[নমুনা]
- এমন আর কতদিন চলে যাবে [বিবিধ ৭৩]
[তথ্য]
[নমুনা]
- ও কথা বোলো না তারে [বিবিধ ৪৪]
[তথ্য]
[নমুনা]
- ও কেন চুরি করে চায় [বিবিধ ৮৩]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- ও কেন ভালোবাসা জানাতে [বিবিধ ৯৪]
[তথ্য]
[নমুনা]
- ওই কথা বলো সখী [বিবিধ ৩৮]
[তথ্য]
[নমুনা]
- ওই জানালার কাছে বসে [নাট্যগীতি-২৭]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- ওকি সখা, কেন মোরে [বিবিধ ৫৫]
[তথ্য]
[নমুনা]
- ওকি সখা, মুছ আঁখি [বিবিধ ৫৯]
[তথ্য]
[নমুনা]
- ওকে কেন কাঁদালি [বিবিধ ৬৪]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- কত দিন একসাথে ছিনু [বিবিধ ১০৮]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া [বিবিধ ১৮]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- কাছে তার যাই যদি [বিবিধ ১০২]
[তথ্য]
[নমুনা]
- কী করিলি মোহের ছলনে [পূজা ও প্রার্থনা-৭]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- কী হল আমার [বিবিধ ১০০]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- কিছু তো হল না [বিবিধ ৪০]
[তথ্য]
[নমুনা]
- কী করিব বলো, সখা [বিবিধ ৫৪]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
কে আমার সংশয় মিটায় [গীতবিতানে গৃহীত হয় নি] [বিবিধ ১০৪]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- কে তুমি গো খুলিয়াছ স্বর্গের দুয়ার [বিবিধ ৩৯]
[তথ্য]
[নমুনা]
- কেন এলি রে, ভালোবাসিলি [বিবিধ ১৫]
[তথ্য]
[নমুনা]
- কেন গো মোরে যেন [বিবিধ ৫৭]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- কেন রে চাস ফিরে ফিরে [বিবিধ ৬৩]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- কেমনে শুধিব বলো [বিবিধ ৮৮]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- কে রে ওই ডাকিছে [পূজা-৪৫৯]
[তথ্য]
- কেহ কারো মন বোঝে না [বিবিধ ৬১]
[তথ্য]
[নমুনা]
- ক্ষমা করো মোরে সখী [বিবিধ ১০৬]
[তথ্য]
[নমুনা]
- খুলে দে তরণী, খুলে দে তোরা [বিবিধ ৮]
[তথ্য]
[নমুনা]
- খেলা কর্― খেলা কর্― [বিবিধ ১০৫]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- গহন কুসুমকুঞ্জ-মাঝে [বিবিধ ২৮]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- গহন ঘন ছাইল গগন ঘনাইয়া [বিবিধ ১২]
[তথ্য]
[নমুনা]
- গা সখী, গাইলি যদি [বিবিধ ২১]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- গিয়াছে সে দিন [বিবিধ ১৭]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- গেল গেল নিয়ে গেল [বিবিধ ৫৬]
[তথ্য]
[নমুনা]
- গেল গো- ফিরিল না [বিবিধ ৬৮]
[তথ্য]
[নমুনা]
- গোলাপ ফুল ফুটিয়ে আছে [বিবিধ ৩৪]
[তথ্য]
[নমুনা]
- চরাচর সকলই মিছে মায়া [বিবিধ ৫]
[তথ্য]
[নমুনা]
- ছি ছি সখা, কী করিলে [বিবিধ ৪৩]
[তথ্য]
[নমুনা]
- ছেলে খেলা কোর নালো [গীতবিতানে অন্তর্ভুক্ত হয় নি]
[নমুনা]
- তরুতলে ছিন্নবৃন্ত মালতীর ফুল [বিবিধ ৩০]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- তারে দেহো গো আনি [বিবিধ ৪৯]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- তুই রে বসন্তসমীরণ [বিবিধ ৩৭]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- তোরা বসে গাঁথিস মালা [বিবিধ ৬২]
[তথ্য]
[নমুনা]
- দাঁড়াও, মাথা খাও [বিবিধ ৭৪]
[তথ্য]
[নমুনা]
- দুজনে দেখা হল [বিবিধ ৮৪]
[তথ্য]
[নমুনা]
- দুজনে মিলিয়া যদি ভ্রমি গো [গীতবিতানে অন্তর্ভুক্ত হয় নি]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- দেখায়ে দে কোথা আছ [বিবিধ ১৯]
[তথ্য]
[নমুনা]
- দেখে যা, দেখে যা [বিবিধ ২]
[তথ্য]
[নমুনা]
- ধীরে ধীরে প্রাণে আমার [বিবিধ ৫৮]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- না সখা, মনের ব্যথা [বিবিধ ৯৯]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- না সজনী, না [বিবিধ ৬০]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- নাচ্ শ্যামা, তালে তালে [বিবিধ ১০৯]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
দ্বিতীয়াংশ,
তৃতীয়াংশ,
শেষাংশ]
- নিঝর মিশিছে তটিনীর সাথে [বিবিধ ৯, গীতবিতানে নাই]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- নীরব রজনী দেখো মগ্ন জোছনায় [বিবিধ ১]
[তথ্য]
[নমুনা]
- পুরানো সেই দিনের কথা [বিবিধ ৭৮] [তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
দ্বিতীয়াংশ]
- প্রমোদে ঢালিয়া দিনু মন [বিবিধ ৭৭]
[তথ্য]
[নমুনা]
- ফুলটি ঝরে গেছে রে [বিবিধ ১১০]
[তথ্য]
[নমুনা]
- ফুলে ফুলে ঢলে ঢলে [বিবিধ ৬]
[তথ্য]
[নমুনা]
- বনে এমন ফুল ফুটেছে [বিবিধ ৯০]
[তথ্য]
[নমুনা]
- বল্, গোলাপ, মোরে বল [বিবিধ ২৭]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- বলি, ও আমার গোলাপ-বালা [বিবিধ ৩১]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
দ্বিতীয়াংশ,
তৃতীয়াংশ,
শেষাংশ]
- বলি গো সজনী [বিবিধ ১১২]
[তথ্য]
[নমুনা]
- বসন্ত প্রভাতে এক মালতীর [বিবিধ ১১৪]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- বাঁশরি বাজাতে চাহি [বিবিধ ১১৩]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- বিপাশার তীরে ভ্রমিবারে যাই [বিবিধ ৩]
[তথ্য]
[নমুনা]
- বুঝি বেলা বহে যায় [বিবিধ ১১৫]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- বুঝেছি বুঝেছি সখা [বিবিধ ৯৮]
[তথ্য]
[নমুনা]
- ভালোবাসিলে যদি সে [বিবিধ ৯৩]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- ভালো যদি বাস, সখী [বিবিধ ৪৮]
[তথ্য]
[নমুনা]
- ভিক্ষে দে গো, ভিক্ষে দে [বিবিধ ১১৬]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- মধুর মিলন। হাসিতে [বিবিধ ৮২]
[তথ্য]
[নমুনা]
- মন হতে প্রেম যেতেছে শুকায় [বিবিধ ৬৫]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- মনে রয়ে গেল মনের কথা [বিবিধ ৯২]
[তথ্য]
[নমুনা]
- মরণ রে, তুঁহু মম শ্যামসমান [বিবিধ ৫১]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
দ্বিতীয়াংশ,
শেষাংশ]
- মরি লো মরি, আমায় [বিবিধ ৮৯]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- মা, একবার দাঁড়া গো হেরি [বিবিধ ৮৭]
[তথ্য]
[নমুনা]
- মেঘেরা চলে চলে যায় [বিবিধ ৩৩]
[তথ্য]
[নমুনা]
- যাই যাই, ছেড়ে দাও [বিবিধ]
[তথ্য]
[নমুনা]
- যে ফুল ঝরে সেই তো ঝরে [বিবিধ ১৪]
[তথ্য]
[নমুনা]
- যে ভালোবাসুক সে ভালোবাসুক [বিবিধ ১০১]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- যোগী হে, কে তুমি [বিবিধ ৩৫]
[তথ্য]
[নমুনা]
- শুন নলিনী, খোলো গো আঁখি [বিবিধ ৪২]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- শুন লো শুন লো বালিকা [বিবিধ ৪৫]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- সকলই ফুরাইল স্বপনপ্রায় [বিবিধ ১১]
[তথ্য]
[নমুনা]
- সখা হে, কী দিয়ে আমি [বিবিধ ৭৫]
[তথ্য]
[নমুনা]
- সখী, আর কত দিন [বিবিধ ১০৭]
[তথ্য]
[নমুনা]
- সখী বলো দেখি লো [বিবিধ ৬৬]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- সখী, ভাবনা কাহারে বলে [বিবিধ ১০৩]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
দ্বিতীয়াংশ,
শেষাংশ]
- সখী, সে গেল কোথায় [বিবিধ ৮১]
[তথ্য]
[নমুনা]
- সজনি সজনি রাধিকা লো [বিবিধ ২৯]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- সমুখেতে বহিছে তটিনী [বিবিধ ৪]
[তথ্য]
[নমুনা]
- সহে না যাতনা [বিবিধ ৭২]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- সাধের কাননে মোর [বিবিধ ৩২]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- সেই যদি সেই যদি [বিবিধ ৪৭]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- সোনার পিঞ্জর ভাঙিয়ে আমার[বিবিধ ৫২]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- হল না লো, হল না, সই [বিবিধ ৬৯]
[তথ্য]
[নমুনা]
- হা, কে বলে দেবে সে [বিবিধ ৯৫]
[তথ্য]
[নমুনা]
- হা সখী, ও আদরে আরো বাড়ে [বিবিধ ৭০]
[তথ্য]
[নমুনা]
- হায় রে সেই তো বসন্ত [বিবিধ ৭]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- হাসি কেন নাই ও নয়ন [বিবিধ ২৩]
[তথ্য]
[নমুনা]
- হৃদয় মোর কোমল অতি [বিবিধ ২২]
[তথ্য]
[নমুনা:
পমাংশ,
শেষাংশ]
- হৃদয়ের মণি আদরিণী মোর [বিবিধ ৭১]
[তথ্য]
[নমুনা]
- হ্যাদে গো নন্দরানী [বিচিত্র ৯১]
[তথ্য]
[নমুনা]
ব্রহ্মসঙ্গীত। গান সংখ্যা
৭৪
- অনিমেষ আঁখি সেই [ব্রহ্মসঙ্গীত ২৭]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
দ্বিতীয়াংশ]
- অসীম কালসাগরে ভুবন [ব্রহ্মসঙ্গীত ৬]
[তথ্য]
[নমুনা]
- আইল আজ প্রাণসখা [ব্রহ্মসঙ্গীত ৫৬]
[তথ্য]
[নমুনা]
- আঁখিজল মুছাইলে জননী [ব্রহ্মসঙ্গীত ৯]
[তথ্য]
[নমুনা]
- আজি এনেছে তাঁহারি আশীর্বাদ [ব্রহ্মসঙ্গীত ১৯]
[তথ্য]
[নমুনা]
- আজি শুভদিনে পিতার [ব্রহ্মসঙ্গীত ৬৩]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
দ্বিতীয়াংশ]
- আঁধার রজনী পোহাল [ব্রহ্মসঙ্গীত ১১]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
দ্বিতীয়াংশ]
- আমরা যে শিশু অতি [ব্রহ্মসঙ্গীত ৪০]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
দ্বিতীয়াংশ]
- আমার যাবার সময় হল [ব্রহ্মসঙ্গীত ৩৫]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
দ্বিতীয়াংশ]
- আমার হৃদয় সমুদ্র তীরে [ব্রহ্মসঙ্গীত ৬২]
[তথ্য]
[নমুনা]
- আমি জেনে শুনে তবু [ব্রহ্মসঙ্গীত ১২]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
দ্বিতীয়াংশ]
- আমিই শুধু রইনু বাকী [ব্রহ্মসঙ্গীত ৩৭]
[তথ্য]
[নমুনা]
- এ পরবাসে রবে কে হায় [ব্রহ্মসঙ্গীত ৬৭]
[তথ্য]
[নমুনা]
- এ মোহ-আবরণ খুলে দাও [ব্রহ্মসঙ্গীত ৫৫]
[তথ্য]
[নমুনা]
- একি এ সুন্দর শোভা [ব্রহ্মসঙ্গীত ৪২]
[তথ্য]
[নমুনা]
- এ কী সুগন্ধহিল্লোল বহিল [ব্রহ্মসঙ্গীত ১৮]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
দ্বিতীয়াংশ]
- এখনো আঁধার রয়েছে [ব্রহ্মসঙ্গীত ৭]
[তথ্য]
[নমুনা]
- এসেছে সকলে কত আশে [ব্রহ্মসঙ্গীত ৭১]
[তথ্য]
[নমুনা]
- ওঠো ওঠো রে- বিফলে [ব্রহ্মসঙ্গীত ১৩]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
দ্বিতীয়াংশ]
- ওরে,যেতে হবে [ব্রহ্মসঙ্গীত ৩৪]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
দ্বিতীয়াংশ]
- ওহে দয়াময়, নিখিল-আশ্রয় [ব্রহ্মসঙ্গীত ৫২]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
দ্বিতীয়াংশ]
- কী করিলি মোহের ছলনে। [ব্রহ্মসঙ্গীত ৪৬]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
দ্বিতীয়াংশ]
- কী দিব তোমায় [ব্রহ্মসঙ্গীত ২৩]
[তথ্য]
[নমুনা]
- কে রে ওই ডাকিছে [ব্রহ্মসঙ্গীত ২৪]
[তথ্য]
[নমুনা]
- কোথা আছ, প্রভু [ব্রহ্মসঙ্গীত ৪৪]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
দ্বিতীয়াংশ]
- চলিয়াছি গৃহপানে [ব্রহ্মসঙ্গীত ৪]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
দ্বিতীয়াংশ]
- চলেছে তরণী প্রসাদপবনে [ব্রহ্মসঙ্গীত ৬৬]
[তথ্য]
[নমুনা]
- জগতের পুরোহিত তুমি [ব্রহ্মসঙ্গীত ৭৩]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
দ্বিতীয়াংশ,
তৃতীয়াংশ]
- তবে কি ফিরিব ম্লানমুখে [ব্রহ্মসঙ্গীত ৪৮]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
দ্বিতীয়াংশ]
- তাঁহার আনন্দধারা জগতে [ব্রহ্মসঙ্গীত ২] [তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
দ্বিতীয়াংশ]
- তাঁহার আরতি করে চন্দ্র [ব্রহ্মসঙ্গীত ১]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- তাঁহার প্রেমে ডুবে [ব্রহ্মসঙ্গীত ৪৯]
[তথ্য]
[নমুনা]
- তুমি কি গো আমাদের পিতা [ব্রহ্মসঙ্গীত ৩৯]
[তথ্য]
[নমুনা]
- তুমি ছেড়ে ছিলে, ভুলে [ব্রহ্মসঙ্গীত ৬৯]
[তথ্য]
[নমুনা]
- তুমি ধন্য ধন্য হে [ব্রহ্মসঙ্গীত ৫৮]
[তথ্য]
[নমুনা]
- তুমি হে প্রেমের রবি [ব্রহ্মসঙ্গীত ৭৪]
[তথ্য]
[নমুনা]
- তোমায় যতনে রাখিব হে [ব্রহ্মসঙ্গীত ৬৫]
[তথ্য]
[নমুনা]
- তোমারেই করিয়াছি [ব্রহ্মসঙ্গীত ৪১]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- তোমারেই প্রাণের আশা কহিব [ব্রহ্মসঙ্গীত ২৬]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- দাও হে হৃদয় ভরে দাও [ব্রহ্মসঙ্গীত ৫১]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- দিন ত চলি গেল [ব্রহ্মসঙ্গীত ১৪]
[তথ্য]
[নমুনা]
- দিবানিশি করিয়া যতন [ব্রহ্মসঙ্গীত ৪৩]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- দুই হৃদয়ের নদী [ব্রহ্মসঙ্গীত ৬০]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- দুখ দিয়েছ, দিয়েছ ক্ষতি নাই [ব্রহ্মসঙ্গীত ৫]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- দুখ দূর করিলে [ব্রহ্মসঙ্গীত ৫০]
[তথ্য]
[নমুনা]
- দুটি প্রাণ এক ঠাঁই [ব্রহ্মসঙ্গীত ৩৮]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- দুয়ারে বসে আছি, প্রভু [ব্রহ্মসঙ্গীত ৫৭]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- দেখ্ চেয়ে দেখ্ তোরা [ব্রহ্মসঙ্গীত ৪৫]
[তথ্য]
[নমুনা]
- দেখা যদি দিলে [ব্রহ্মসঙ্গীত ৮]
[তথ্য]
[নমুনা]
- পিতার দুয়ারে দাঁড়াইয়া [ব্রহ্মসঙ্গীত ৭২]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- প্রভু এলেম কোথায় [ব্রহ্মসঙ্গীত ৩১]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- প্রভু দয়াময়, কোথা হে [গীতবিতানে গৃহীত হয় নি] [ব্রহ্মসঙ্গীত ৪৭]
[নমুনা]
- বড়ো আশা ক’রে [ব্রহ্মসঙ্গীত ৫৩]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- বরিষ ধরা-মাঝে শান্তির বারি [ব্রহ্মসঙ্গীত ২০]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- বর্ষ ওই গেল চলে [ব্রহ্মসঙ্গীত ২৯]
[তথ্য]
[নমুনা]
- বেঁধেছ প্রেমের পাশে [ব্রহ্মসঙ্গীত ৬৪]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- ভবকোলাহল ছাড়িয়ে [ব্রহ্মসঙ্গীত ১৫]
[তথ্য]
[নমুনা]
- মহাসিংহাসনে বসি [ব্রহ্মসঙ্গীত ৩]
[তথ্য]
[নমুনা]
- মা, করেছি [ব্রহ্মসঙ্গীত ৩৬]
[তথ্য]
[নমুনা]
- মাঝে মাঝে তব দেখা পাই [ব্রহ্মসঙ্গীত ৭০]
[তথ্য]
[নমুনা]
- যাওরে অনন্তধামে [ব্রহ্মসঙ্গীত ৩৩]
[তথ্য]
[নমুনা]
- রজনী পোহাইল- চলেছে [ব্রহ্মসঙ্গীত ১৭]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- ডুবি অমৃত পাথারে- যাই [ব্রহ্মসঙ্গীত ১০]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- ডেকেছেন প্রিয়তম, কে [ব্রহ্মসঙ্গীত ৫৯]
[তথ্য]
[নমুনা]
- শুভদিনে এসেছে দোঁহে [ব্রহ্মসঙ্গীত ৫৪]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- শুভদিনে শুভক্ষণে পৃথিবী [ব্রহ্মসঙ্গীত ৬১]
[তথ্য]
[নমুনা]
- শুভ্র আসনে বিরাজ অরুণছটামাঝে [ব্রহ্মসঙ্গীত ২১]
[তথ্য]
[নমুনা]
- সকলই ফুরাইল স্বপনপ্রায় [ব্রহ্মসঙ্গীত ৩২]
[তথ্য]
[নমুনা]
- সকলেরে কাছে ডাকি আনন্দ-আলয়ে [ব্রহ্মসঙ্গীত ২৫]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- সকাতরে ওই কাঁদিছে সকলে [ব্রহ্মসঙ্গীত ২৮]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- সখা, তুমি আছ কোথা [ব্রহ্মসঙ্গীত ৩০]
[তথ্য]
[নমুনা]
- সংশয় তিমির মাঝে না হেরি [ব্রহ্মসঙ্গীত ৬৮]
[তথ্য]
[নমুনা]
- সংসারেতে চারি ধার [ব্রহ্মসঙ্গীত ২২]
[তথ্য]
[নমুনা]
- হাতে লয়ে দীপ অগণন [ব্রহ্মসঙ্গীত ১৬]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
জাতীয় সঙ্গীত। গান
সংখ্যা ৭।
- এ কি অন্ধকার এ ভারতভূমি! [জাতীয় সংগীত ৩]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- ও গান আর গাস্ নে [জাতীয় সংগীত ৬]
[তথ্য]
[নমুনা]
- ঢাকো রে মুখ, চন্দ্রমা, জলদে [জাতীয় সঙ্গীত ১]
[তথ্য]
[নমুনা]
- তোমারি তরে, মা, সঁপিনু [জাতীয় সঙ্গীত ২]
[তথ্য]
[নমুনা]
- দেশে দেশে ভ্রমি তব দুখগান [জাতীয় সংগীত ৫]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- মায়ের বিমল যশে [গীতবিতানে গৃহীত হয় নি] [জাতীয় সঙ্গীত ৪]
[নমুনা]
- শোনো শোনো আমাদের ব্যথা [জাতীয় সঙ্গীত ৭]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
পরিশিষ্ট। গান সংখ্যা
৪।
- আজি কাঁদে কারা ওই [পরিশিষ্ট ৪]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- গাও বীণা-বীণা গাও রে [পরিশিষ্ট ৩]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- দীর্ঘ জীবনপথ [পরিশিষ্ট ১]
[তথ্য]
[নমুনা]
- দুখের কথা তোমায় বলিব না [পরিশিষ্ট ২]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]