বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
তোমারি তরে, মা, সঁপিনু এ দেহ।
পাঠ ও পাঠভেদ:

তোমারি তরে, মা, সঁপিনু এ দেহ।         তোমারি তরে, মা, সঁপিনু প্রাণ

তোমারি শোকে এ আঁখি বরষিবে,         এ বীণা তোমারি গাহিবে গান

যদিও এ বাহু অক্ষম দুর্বল      তোমারি কার্ষ সাধিবে।
যদিও এ অসি কলঙ্কে মলিন   তোমারি পাশ নাশিবে

যদিও, হে দেবী, শোণিতে আমার          কিছুই তোমার হবে না

তবু, ওগো মাতা পারি তা ঢালিতে         একতিল তব কলঙ্ক ক্ষালিতে-

            নিভাতে তোমার যাতনা।

যদিও, জননী, যদিও আমার    এ বীণায় কিছু নাহিক বল

কী জানি যদি, মা, একটি সন্তান,          জাগি উঠে শুনি এ বীণাতান