অষ্টাদশ শতাব্দীতে অঙ্কিত কেদার রাগের চিত্র। শিল্পীর নাম জানা যায় না

কেদার
সমনাম: কেদারা।

উত্তর ভারতীয় সঙ্গীতশাস্ত্রে বর্ণিত রাগ বিশেষ। এটি কল্যাণ ঠাট থেকে উৎপন্ন ঔড়ব-সম্পূর্ণ জাতীয় রাগ। এর আরোহণে ঋষভ ও নিষাদ বর্জিত। অবরোহণে সকল স্বরই ব্যবহৃত হয়। এই রাগে উভয় মধ্যম ব্যবহৃত হয়। এই রাগে গান্ধার গুপ্ত, বক্র এবং দুর্বল। রাগটির প্রকৃতি শান্ত।

আরোহণ:  স ম ম প ধপ নধ র্স।
অবরোহণ : র্স ন ধ প, হ্মপ ধপ, ধম, র স।
ঠাট কল্যাণ
জাতি : ঔড়ব-ষাড়ব।
বাদীস্বর : মধ্যম।
সমবাদী স্বর : ষড়্‌জ।
অঙ্গ :  পূর্বাঙ্গ।
সময় : রাত্রি প্রথম প্রহর।
পকড় : ‌স ম, মগম, প, হ্মপ, ধম, সর, স।    


সূত্র :