ত্রিতাল : |
১+ |
|
২ |
০ |
|
৩ | |||||||||||||
ধা |
ধিন্ |
ধিন্ |
ধা |
| |
ধা |
ধিন্ |
ধিন্ |
ধা |
| |
না |
তিন্ |
তিন্ |
না |
| |
তেটে |
ধিন্ |
ধিন্ |
না |
|
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
৮ |
৯ |
১০ |
১১ |
১২ |
১৩ |
১৪ |
১৫ |
১৬ |
||||
প্রথম অঙ্গ | দ্বিতীয় অঙ্গ | তৃতীয় অঙ্গ | চতুর্থ অঙ্গ |
নৃত্য অঙ্গ : নৃত্যে শরীরের বিভিন্ন অংশকে তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে। এই ভাগগুলি হলো- অঙ্গ, প্রত্যঙ্গ ও উপাঙ্গ।
প্রত্যঙ্গ : স্কন্ধদ্বয়, বাহুদ্বয়, পৃষ্ঠ, উদর, ঊরুদ্বয় ও জঙ্ঘাদয়– এই ছয়টি প্রত্যঙ্গ বলে।
উপাঙ্গ: নেত্র, ভ্রু, নাসা, অধর, কপোল ও চিবুক - এই ছয়টি অংশকে উপাঙ্গ বলে। অভিনয় দর্পন' নামক গ্রন্থে উপাঙ্গ ১২টি। এগুলি হলো– নেত্র, ভ্রু, অক্ষিপুট, অক্ষিতারা, গণ্ডদ্বয়, নাসিকা, গণ্ডাস্থি, অধির, দন্তপংক্তি, জিহ্বা, চিবুক ও মুখ।