বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
ও কেন
ভালোবাসা জানাতে আসে
পাঠ
ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)-এর
পাঠ: নাট্যগীতি পর্যায়ের ৩৩ সংখ্যক গান।
ও কেন
ভালোবাসা জানাতে আসে ওলো সজনী।
হাসি খেলি রে মনের সুখে,
ও
কেন সাথে ফেরে আঁধার-মুখে
দিনরজনী॥
93A
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান: ১২৯০ বঙ্গাব্দের ফাল্গুন মাসের শেষ সপ্তাহে (মার্চ ১৮৮৪ খ্রিষ্টাব্দ) স্বর্ণকুমারী দেবীর জ্যেষ্ঠা কন্যা হিরন্ময়ী দেবীর সঙ্গে ফণিভূষণ মুখোপাধ্যায়ের বিবাহ হয়। এই বিবাহ উপলক্ষে রবীন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথ, অক্ষয় চৌধুরী এবং স্বর্ণকুমারী দেবী সম্মিলিতভাবে বিবাহ-উৎসব নামক একটি গীতিনাট্য রচনা করেন। গীতিনাট্যটিতে মোট ৪৫টি গান ছিল। এর ভিতর রবীন্দ্রনাথের গান ছিল ২৮টি। এই ২৮টি গানের ভিতর এই গানটি ছিল। এই বিচারে ধারণা করা যায়, গানটি রবীন্দ্রনাথের ২২ বৎসর বয়সের রচনা।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
-
কাব্যগ্রন্থাবলী
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। গান। পিলু-খেমটা। পৃষ্ঠা ৪৩৪]
[নমুনা]
-
গান
-
গীতবিতান
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)। নাট্যগীতি পর্যায়। ৩৩ সংখ্যক গান।
-
নলিনী
-
নাটক। প্রথম সংস্করণ। আদি ব্রাহ্মসমাজ যন্ত্রে মুদ্রিত। ১২৯১
বঙ্গাব্দ। প্রথম দৃশ্য। ফুলির গান। পিলু।
পৃষ্ঠা: ৭ ।
- রবীন্দ্ররচনাবলী অচলিত সংগ্রহ। প্রথম খণ্ড (বিশ্বভারতী, মাঘ ১৩৯২)। পৃষ্ঠা: ৪০৪।
-
বিবাহ উৎসব [১২৯০
বঙ্গাব্দ,
তৃতীয় দৃশ্য, নায়িকা'-র গান, পিলু-খেমটা]
-
রবিচ্ছায়া
(সাধারণ ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২ বঙ্গাব্দ)। বিবিধ ৯৪। পিলু-খেমটা। পৃষ্ঠা: ৭৭।
[নমুনা]
-
স্বরবিতান বিংশ (২০) খণ্ডের (ফাল্গুন ১৪১১)
২৬ সংখ্যক গান। পৃষ্ঠা ৭৯ ।
[নমুনা]
- স্বরলিপি-গীতিমালা
(১৩০৪ বঙ্গাব্দ)।
-
গ.সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- ভাঙাগান: এটি একটি ভাঙা
গান।
মূল গান: কৌন পরদেশ। পিলু-খেমটা।
[সূত্র:
রবীন্দ্রসঙ্গীতের ত্রিবেণীসংগম। ইন্দিরাদেবী চৌধুরানী।]
- স্বরলিপিকার:
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর।
-
সুর ও তাল:
- রাগ: পিলু। তাল: খেমটা।
[স্বরবিতান
বিংশ (২০) খণ্ডের (ফাল্গুন ১৪১১)]
- রাগ : পিলু।
[রবীন্দ্রসঙ্গীতে
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান ।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৮৪]
-
রাগ:
পিলু। তাল: খেমটা
।
[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ।
প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৩৯
-
রাগ: পীলু।
তাল: খেমটা
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত।
প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই
২০০১। পৃষ্ঠা: ৭৩]
-
গ্রহস্বর: সা
-
লয়: মধ্য।