বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
গান সংখ্যা: ২১
শিরোনাম: 
গোলাপ ফুল 
ফুটিয়ে আছে
পাঠ ও পাঠভেদ:
গোলাপ ফুল ফুটিয়ে আছে, মধুপ, হোথা যাস নে-
ফুলের মধু লুটিতে গিয়ে কাঁটার ঘা খাস নে॥
হেথায় বেলা, হোথায় চাঁপা শেফালি হোথা ফুটিয়ে-
ওদের কাছে মনের ব্যথা বল্ রে মুখ ফুটিয়ে॥
ভ্রমর কহে, ‘হেথায় বেলা হোথায় আছে নলিনী-
ওদের কাছে বলিব নাকো আজিও যাহা বলি নি।
মরমে যাহা গোপন আছে গোলাপে তাহা বলিব-
বলিতে যদি জ্বলিতে হয় কাঁটারই ঘায়ে জ্বলিব।’
পাণ্ডুলিপি: পাণ্ডুলিপি পাওয়া যায় নি।
	পাঠভেদ: গানটির পাঠভেদ আছ।
        গোলাপ ফুল ফুটিয়ে আছে            
	: রবিচ্ছায়া (বৈশাখ ১২৯২)
        গোলাপ হোথা ফুটিয়ে আছে          
	: গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
 
রচনাকাল: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। গানটি ভারতী পত্রিকার কার্তিক ১২৮৫ সংখ্যায় প্রকাশিত হয়েছিল। তখন রবীন্দ্রনাথের বয়স ছিল ১৭ বৎসর ৬ মাস।