বিষয়: রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম:
গোলাপ ফুল
ফুটিয়ে আছে
পাঠ ও পাঠভেদ:
গোলাপ
ফুল ফুটিয়ে আছে, মধুপ, হোথা যাস নে-
ফুলের
মধু লুটিতে গিয়ে কাঁটার ঘা খাস নে
॥
হেথায়
বেলা, হোথায় চাঁপা শেফালি হোথা ফুটিয়ে-
ওদের
কাছে মনের ব্যথা বল্ রে মুখ ফুটিয়ে॥
ভ্রমর
কহে, ‘হেথায় বেলা হোথায় আছে নলিনী-
ওদের
কাছে বলিব নাকো আজিও যাহা বলি নি।
মরমে
যাহা গোপন আছে গোলাপে তাহা বলিব-
বলিতে
যদি জ্বলিতে হয় কাঁটারই ঘায়ে জ্বলিব।’
- পাণ্ডুলিপি: পাণ্ডুলিপি পাওয়া যায় নি।
-
পাঠভেদ: গানটির পাঠভেদ আছ।
গোলাপ ফুল ফুটিয়ে আছে
: রবিচ্ছায়া (বৈশাখ ১২৯২)
গোলাপ হোথা ফুটিয়ে আছে
: গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
-
রচনাকাল:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। গানটি ভারতী
পত্রিকার কার্তিক ১২৮৫ সংখ্যায় প্রকাশিত হয়েছিল। তখন রবীন্দ্রনাথের বয়স ছিল
১৭ বৎসর ৬ মাস।
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ
- গান
-
গীতবিতান
- প্রথম খণ্ড
(বিশ্বভারতী ১৩৩৮)
[নমুনা]- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী,
পৌষ ১৩৮০
বঙ্গাব্দ)।
প্রেম ও প্রকৃতি পর্যায়ের ষষ্ঠ গান।
- গানের বহি ও বাল্মীকি
প্রতিভা (আদি ব্রাহ্মসমাজ যন্ত্র, ১৩০০)
-
রবিচ্ছায়া [সাধারণ ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২। বিবিধ ৩৪। পিলু-যৎ। পৃষ্ঠা: ৩১।
[নমুনা]
- রবীন্দ্রগ্রন্থাবলী
(হিতবাদী ১৩১১)
-
স্বরবিতান বিংশ
(বিশ্বভারতী, ফাল্গুন ১৪১১)
খণ্ডের ষষ্ঠ গান। পৃষ্ঠা:
২৫-২৬।
- পত্রিকা:
- বিশ্বভারতী পত্রিকা
(শ্রাবণ-আশ্বিন ১৩৫৬)। ইন্দ
- ভারতী (কার্তিক ১২৮৫)।
ফুলবালা। পৃষ্ঠা: ৩০০।
-
গ.
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপিকার:
ইন্দিরাদেবী চৌধুরানী
- সুর ও তাল:
- রাগ : পিলু।
ঝাঁপতাল। [স্বরবিতান বিংশ
(বিশ্বভারতী, ফাল্গুন ১৪১১)]
- রাগ:
ভৈরব।
তাল:
ঝাঁপতাল [রবীন্দ্রসংগীত:
রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।]
পৃষ্ঠা: ৪৯
-
রাগ:
পিলু। তাল: ঝাঁপতাল।
[রাগরাগিণীর
এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১, পৃষ্ঠা:
৮৮।]
- গ্রহস্বর: সা।