বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
তাঁহারে
আরতি
করে চন্দ্র তপন
পাঠ ও পাঠভেদ:
তাঁহারে আরতি করে চন্দ্র তপন, দেব মানব বন্দে চরণ-
আসীন সেই বিশ্বশরণ তাঁর জগতমন্দিরে ॥
অনাদিকাল অনন্তগগন সেই অসীম-মহিমা-মগন-
তাহে তরঙ্গ উঠে সঘন আনন্দ-নন্দ-নন্দ রে ॥
হাতে লয়ে ছয় ঋতুর ডালি পায়ে দেয় ধরা কুসুম ঢালি-
কতই বরণ, কতই গন্ধ কত গীত কত ছন্দ রে ॥
বিহগগীত গগন ছায়- জলদ গায়, জলধি গায়-
মহাপবন হরষে ধায়, গাহে গিরিকন্দরে।
কত কত শত ভকতপ্রাণ হেরিছে পুলকে, গাহিছে গান-
পুণ্য কিরণে ফুটিছে প্রেম, টুটিছে মোহবন্ধ রে ॥
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি নাই।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: এ বৎসরে রবীন্দ্রনাথের কর্তৃত্বাধীনে ব্রাহ্মসমাজের প্রথম মাসিক উপাসনা অনুষ্ঠিত হয় ৬ আশ্বিন [রবি ২১ সেপ্টেম্বর ১৮৮৪ খ্রিষ্টাব্দে]। এ উপাসনায় আচার্য হিসাবে উপদেশ দেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। ধারণা করা রবীন্দ্রনাথ এ উপাসনা উপলক্ষে মাট দুটি ব্রহ্মসংগীত রচনা করেন। গান দুটি হলো-
১। তাঁহারে আরতী করে চন্দ্র তপন
২। তাঁহার আনন্দধারা জগতে যেতেছে বয়ে
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থ দশমখণ্ড (ইন্ডিয়ান প্রেস ১৩২৩)
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩ ব্রহ্মসঙ্গীত। রাগিণী- বড় হংস সারং তাল চৌতাল। পৃষ্ঠা: ৪৫২][নমুনা]
ইন্ডিয়ান প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ)। ব্রহ্মসঙ্গীত। রাগিণী- বড় হংস সারং তাল চৌতাল। পৃষ্ঠা: ৩৯০ [নমুনা ]
গানের বহি ও বাল্মীকি প্রতিভা (সাধারণ ব্রাহ্মসমাজ যন্ত্র ১২৯২)
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮, কাব্য-গ্রন্থাবলী (১৩০৩ বঙ্গাব্দ)-এর ব্রহ্মসঙ্গীত অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ১৩৭] [নমুনা]
প্রথম খণ্ড (বিশ্বভারতী ১৩৪৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। পূজা: ৪৭৫। উপ-বিভাগ: বিবিধ-১০০।
গীতিচর্চ্চা (বিশ্বভারতী ১৩৩২)
ধর্ম্মসঙ্গীত (ইন্ডিয়ান পাবলিশিং হাউস ১৩২১)
বৈতালিক (চৈত্র ১৩২৫ বঙ্গাব্দ)। দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত।
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি দ্বিতীয় ভাগ (১১ মাঘ ১৩১২ বঙ্গাব্দ)। বড়হংস সারঙ্গ- তাল চৌতাল। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
স্বরবিতান দ্বাবিংশ (২২) খণ্ডের ১২ সংখ্যক গান। পৃষ্ঠা ৩৪-৩৬।
পত্রিকা:
আলোচনা (কার্তিক)। পৃষ্ঠা ৯৬।
তত্ত্ববোধিনী (কার্তিক ১৮০৬ শকাব্দ, ১২৯১ বঙ্গাব্দ)। বড় হংস সারঙ্গ-চৌতাল। পৃষ্ঠা ১২১-২২।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
ভাঙা গান: এটি একটি ভাঙা গান। মূল গান-
জগজন ধ্যান ধরত। বড়হংসসারং। চৌতাল
দ্র:
রবীন্দ্রসংগীত-গবেষণা-গ্রন্থমালা/শ্রীপ্রফুল্লকুমার দাস। পৃষ্ঠা ১৪।
স্বরলিপিকার: স্বরবিতান-২২' এর ৭৮-৮০ পৃষ্ঠায় কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপিটি সুরভেদ হিসাবে মুদ্রিত হয়েছে। উক্ত স্বরবিতানে গৃহীত মূল স্বরলিপিটি কার তা স্পষ্ট নয়।
সুর ও তাল:
রাগ-বড় হংসসারং। তাল-চৌতাল। স্বরবিতান-২২
বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত।
সুরাঙ্গ: ধ্রুপদাঙ্গ।
গ্রহস্বর: র্সা।
লয়: মধ্য।