গীতবিতান

রবীন্দ্রনাথের সকল গানের বাণী অংশ নিয়ে সঙ্কলিত গ্রন্থ বিশেষ। এই গ্রন্থটি প্রকাশের আগে রবীন্দ্রনাথের গানগুলো তত্ত্ববোধনী, ভারতী'র মতো বিভিন্ন পত্রিকায়, জ্যোতিরিন্দ্রনাথের নাটকে  এবং স্বতন্ত্র কিছু সংকলনে ছড়িয়ে ছিটিয়ে ছিল। রবীন্দ্রনাথের গানের সম্পূর্ণ সংগ্রহ প্রচারের উদ্দেশ্যে, গীতবিতান নামক একটি 'সঙ্গীতসঙ্কলন' প্রকাশের উদ্যোগ নেওয়া হয়। এই সূত্রে ১৩৩৮ বঙ্গাব্দে আশ্বিন মাসে, বিশ্বভারতী-গ্রন্থালয় থেকে দু্‌ই খণ্ডে গীতবিতান প্রকাশিত হয়।

১৩৩৮ বঙ্গাব্দের পূর্বে প্রকাশিত যে সকল গ্রন্থাদি থেকে গীতবিতান প্রথম খণ্ডে গানগুলো গ্রহণ করা হয়েছিল, তার বিভাগসহ গানের তালিকা দেওয়া হয়েছিল গ্রন্থটির শুরুতেই। এই তালিকাটি ছিল-

১৩৩৮ বঙ্গাব্দে গীবিতানের দ্বিতীয় খণ্ডের প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল।

এরপর গীতবিতানের তৃতীয় খণ্ড প্রকাশিত হয়, ১৩৩৯ বঙ্গাব্দে।
  • প্রকাশক: রায় সাহেব শ্রীজগদানন্দ রায়। বিশ্বভারতী গ্রন্থালয়। ২১০ নং কর্নওয়ালিস স্ট্রিট। কলকাতা।
  • প্রকাশকাল: শ্রাবণ ১৩৩৯
  • সংখ্যা ২২০০।
  • মূল্য ১.৫০ টাকা ও বাঁধাই ২ টাকা
  • মুদ্রণ: শান্তিনিকেতন প্রেস। শান্তিনিকেতন (বীরভূম)। রায় সাহেব শ্রীজগদানন্দ রায় কর্তৃক মুদ্রিত।

গীতবিতানের এই খণ্ডে মোট ৩৫৭টি গান অন্তর্ভুক্ত হয়েছিল। যে সকল পূর্ব-প্রকাশিত গ্রন্থ থেকে এই খণ্ডের গানগুলো গ্রহণ করা হয়েছিল, সেগুলো হলো- প্রবাহিণী (১৩৩২), গৃহপ্রবেশ (১৩৩২), সুন্দর (১৩৩২), শেষ বর্ষণ (১৩৩২), শোধবোধ (১৩৩২), চিরকুমার সভা (১৩৩২), নটীর পূজা (১৩৩৩), রক্তকরবী (১৩৩৩), গীতমালিকা প্রথম খণ্ড (১৩৩৪), ঋতুরঙ্গ (১৩৩৪), শেষরক্ষা (১৩৩৫), পরিত্রাণ (১৩৩৬), তপতী (১৩৩৬), গীতমালিকা দ্বিতীয় ভাগ (১৩৩৬), নবীন (১৩৩৭), গীতোৎসব (১৩৩৮)।

এরপরে রয়েছে 'আধুনিক সংগ্রহ'। এই অংশের গানগুলো পূর্বে কোনো গ্রন্থে অন্তর্ভুক্ত হয় নি। এর পরে রয়েছে বাদ পড়ে যাওয়া ৯টি গান। এই গানগুলো অন্তর্ভুক্ত করা হয়েছিল 'পরিশিষ্ট-(ক)' বিভাগে।

  এমন কিছু গান  কর

কিছু গান মূল সংগ্রহ থেকে বাদ পড়েছিল। এ গানগুলো অন্তর্ভুক্ত করা হয়েছিল পরিশিষ্ট (ক) অংশে। আবার কিছু গান রবীন্দ্র নাথ গীতবিতানে স্থান দেন নি, সেগুলো রাখা হয়েছিল পরিশিষ্ট (ক) ও পরিশিষ্ট (খ) অংশে।

১৩৪৫-৪৬ বঙ্গাব্দে গীতবিতানের দ্বিতীয় সংস্করণের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু এই সংস্করণে প্রচুর ভুল থাকার কারণে তা বাতিল হয়ে যায়। এরপর এই সংস্করণটি প্রকাশিত হয়েছিল ১৩৪৮ বঙ্গাব্দে। এই বিচারে ১৩৪৮ বঙ্গাব্দে প্রকাশিত গীতবিতানের প্রথম ও দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় সংস্করণ হিসেবে উল্লেখ করা হয়ে থাকে।

  • গীতবিতান প্রথম খণ্ড দ্বিতীয় সংস্করণ
    • প্রকাশক: রায় সাহেব শ্রীজগদানন্দ রায়। বিশ্বভারতী গ্রন্থালয়। ২১০ নং কর্নওয়ালিস স্ট্রিট। কলকাতা।
    • প্রকাশকাল: মাঘ ১৩৪৮
    • মূল্য ২.৫০ টাকা ও বাঁধাই ৩ টাকা
    • মুদ্রণ: শান্তিনিকেতন প্রেস। শান্তিনিকেতন (বীরভূম)। রায় সাহেব শ্রীজগদানন্দ রায় কর্তৃক মুদ্রিত।

    এই সংস্করণে পরিবর্তনের একটি বিশেষ দিক হলো-

    • ভূমিকার গান হিসেবে যুক্ত করা হয়- 'প্রথম যুগের উদয় দিগঙ্গনে'।
    • পর্যায় পূজা: পূজা পর্যায়ের সকল গানকে কয়েকটি উপপর্যায়ে ভাগ করা হয়। এই ভাগগুলো হলো- গান, বন্ধু, প্রার্থনা, বিরহ, সাধনা ও সঙ্কল্প, দুঃখ, আশ্বাস, অন্তর্মুখে, জাগরণ, নিঃসংশয়, সাধক, উৎসব, আনন্দ, বিশ্ব, বিবিধ, সুন্দর, বাউল, পথ, শেষ, পরিণয়।
    • পর্যায় স্বদেশ
       
  • গীতবিতান দ্বিতীয় খণ্ড দ্বিতীয় সংস্করণ
    • প্রকাশক: রায় সাহেব শ্রীজগদানন্দ রায়। বিশ্বভারতী গ্রন্থালয়। ২১০ নং কর্নওয়ালিস স্ট্রিট। কলকাতা।
    • প্রকাশকাল: মাঘ ১৩৪৮
    • মূল্য ২.৫০ টাকা ও বাঁধাই ৩ টাকা
    • মুদ্রণ: শান্তিনিকেতন প্রেস। শান্তিনিকেতন (বীরভূম)। রায় সাহেব শ্রীজগদানন্দ রায় কর্তৃক মুদ্রিত।
  • এই সংস্করণে পর্যায়গুলো ছিল-
    • পর্যায় প্রেম: উপপর্যায়- গান ও প্রেম-বৈচিত্র্য
    • পর্যায় প্রকৃতি: উপপর্যায়- সাধারণ, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত
    • বিচিত্র
    • আনুষ্ঠানিক
    • পরিশিষ্ট।

     

  • গীতবিতান তৃতীয় খণ্ড দ্বিতীয় সংস্করণ
    • সম্পাদনা: কানাই সামন্ত
    • প্রকাশকাল: আশ্বিন ১৩৫৭ বঙ্গাব্দ

    এই সংস্করণের গৃহীত গানগুলোর পর্যায়গুলো ছিল-

    • গীতিনাট্য ও নৃত্যনাট্য
      • কালমৃগয়া, বাল্মীকি প্রতিভা, মায়ারখেলা, চিত্রাঙ্গদা, চণ্ডালিকা, ও শ্যামা
      • ভানুসিংহ ঠাকুরের পদাবলী
      • নাট্যগীতি
      • জাতীয় সঙ্গীত
      • পূজা ও প্রার্থনা
      • আনুষ্ঠানিক সঙ্গীত
      • প্রেম ও প্রকৃতি
      • পরিশিষ্ট ১
      • পরিশিষ্ট ২
      • পরিশিষ্ট ৩
    • গীতবিতান তৃতীয় খণ্ড তৃতীয় সংস্করণ (১৩৬৪)
    • গীতবিতান তৃতীয় খণ্ড চতুর্থ সংস্করণ (১৩৬৭)
    • গীতবিতান তৃতীয় খণ্ড পঞ্চম সংস্করণ (১৩৭৬)
    • গীতবিতান তৃতীয় খণ্ড ষষ্ঠ সংস্করণ (১৩৮১)
গীতবিতানে গৃহীত সমুদয় গানের বিষয়ভিত্তিক বিভাজন। গীতবিতানের প্রতিটি ভাগ 'পর্যায়' নামে অভিহিত করা হয়। এই পর্যায়গুলো হলো-

গীতিনাট্য ও নৃত্যনাট্য

পরিশিষ্ট

  • পরিশিষ্ট-১: মায়ার খেলা।
  • পরিশিষ্ট-২: পরিশোধ।
  • পরিশিষ্ট-৩: গান সংখ্যা ৯।
  • পরিশিষ্ট-৪: গান সংখ্যা ৬

এছাড়া গীতবিতানের শেষে গানগুলো সম্পর্কে একটি বিশেষ পাঠ আছে। এই পাঠটি 'গীতবিতান সম্পর্কিত জ্ঞাতব্যপঞ্জি' নামে যুক্ত রয়েছে।