গীতবিতানের নাট্যগীতি পর্যায়ের গান


গীতবিতানের নাট্যগীতি পর্যায়ে ১৩২টি গান স্থান পেয়েছে।   পর্যায়ের নামানুসারে মনে হয়, এর গানগুলো কোনো না কোনো নাটকে ব্যবহৃত হয়েছিল। কিন্তু বাস্তবে দেখা যায়, এই পর্যায়ের সকল গান নাটকের জন্য ব্যবহৃত হয় নি। এর কিছু গান অন্যের নাটকে ব্যবহৃত হয়েছে। আবার কিছু গান রয়েছে, যেগুলো রবীন্দ্রনাথ তাঁর গীতিনাট্যে ব্যবহার করেছেন। রবীন্দ্রনাথের রচিত নাটক, কাব্যনাট্য, গীতিনাট্য এবং অন্যের রচিত নাটকে ব্যবহৃত গানগুলোকে সাধারণভাবে 'নাট্যগীতি' হিসেবে উল্লেখ করাই যেতে পারে। কিন্তু এর বাইরে বেশ কিছু গান পাওয়া যায়, যেগুলো রবীন্দ্রনাথ তাঁর রচিত উপন্যাসে ব্যবহার করেছেন। এছাড়া এই পর্যায়ের কিছু গান রয়েছে, যেগুলো কাব্যগ্রন্থে
কবিতা বা গীতিকবিতা হিসেবে পাওয়া যায়। নিচের তালিকায় নাট্যগীতি পর্যায়ে গৃহীত গানগুলোকে গ্রন্থ-প্রকৃতি অনুসারে তুলে ধরা হলো।
 

অন্যের নাটকে ব্যবহৃত গানের তালিকা

রবীন্দ্র-নাট্যে ব্যবহৃত গান

রবীন্দ্র-গীতিনাট্যে ব্যবহৃত গান

রবীন্দ্র-কাব্যনাট্যে ব্যবহৃত গান

নাটকে ব্যবহৃত হয় নি এমন গান