গীতবিতানের নাট্যগীতি পর্যায়ের গান
গীতবিতানের নাট্যগীতি পর্যায়ে ১৩২টি গান স্থান পেয়েছে।
পর্যায়ের নামানুসারে মনে হয়, এর গানগুলো কোনো না কোনো নাটকে ব্যবহৃত হয়েছিল। কিন্তু
বাস্তবে দেখা যায়, এই পর্যায়ের সকল গান নাটকের জন্য ব্যবহৃত হয় নি। এর কিছু গান
অন্যের নাটকে ব্যবহৃত হয়েছে। আবার কিছু গান রয়েছে, যেগুলো রবীন্দ্রনাথ তাঁর
গীতিনাট্যে ব্যবহার করেছেন। রবীন্দ্রনাথের রচিত নাটক, কাব্যনাট্য, গীতিনাট্য এবং
অন্যের রচিত নাটকে ব্যবহৃত গানগুলোকে সাধারণভাবে 'নাট্যগীতি' হিসেবে উল্লেখ করাই
যেতে পারে। কিন্তু এর বাইরে বেশ কিছু গান পাওয়া যায়, যেগুলো রবীন্দ্রনাথ তাঁর রচিত
উপন্যাসে ব্যবহার করেছেন। এছাড়া এই পর্যায়ের কিছু গান রয়েছে, যেগুলো কাব্যগ্রন্থে—
কবিতা বা গীতিকবিতা হিসেবে পাওয়া যায়। নিচের তালিকায় নাট্যগীতি পর্যায়ে গৃহীত
গানগুলোকে গ্রন্থ-প্রকৃতি অনুসারে তুলে ধরা হলো।
অন্যের নাটকে ব্যবহৃত গানের তালিকা
জ্বল্ জ্বল্ চিতা দ্বিগুণ দ্বিগুণ [নাট্যগীতি-১] [তথ্য] [সরোজিনী (নাটক), জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর]
আঁধার শাখা উজল করি [নাট্যগীতি-১০] [তথ্য] [স্বপ্নময়ী (নাটক), জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর]
বুঝেছি বুঝেছি সখা [নাট্যগীতি-১৮] [তথ্য] [স্বপ্নময়ী (নাটক), জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর]
রবীন্দ্র-নাট্যে ব্যবহৃত গান
ওই আঁখি রে ফিরে ফিরে চেয়ো না [নাট্যগীতি-৪৬] [তথ্য] [রাজা ও রাণী]
আজ আসবে শ্যাম গোকুলে [নাট্যগীতি-৪৭] [তথ্য] [রাজা ও রাণী]
রাজ-অধিরাজ, তব ভালে জয়মাল [নাট্যগীতি-৪৮] [তথ্য] [বিসর্জন। পরবর্তিত সংস্করণে বর্জিত]
ঝর ঝর রক্ত ঝরে [নাট্যগীতি-৪৯] [তথ্য] [বিসর্জন]
উলঙ্গিনী নাচে রণরঙ্গে [নাট্যগীতি-৫০] [তথ্য] [বিসর্জন]
থাকতে আর তো পারলি নে মা [নাট্যগীতি-৫১] [তথ্য] [বিসর্জন]
যদি জোটে রোজ [নাট্যগীতি-৬২] [তথ্য] [বিনি পয়সার ভোজ]
অভয় দাও তো বলি [নাট্যগীতি-৬৩] [তথ্য] [চিরকুমার সভা]
কত কাল রবে বল [নাট্যগীতি-৬৪] [তথ্য] [চিরকুমার সভা]
কী জানি কী ভেবেছ মনে [নাট্যগীতি-৬৫] [তথ্য] [চিরকুমার সভা ]
পাছে চেয়ে বসে আমার মন [নাট্যগীতি-৬৬] [তথ্য] [চিরকুমার সভা]
বড়ো থাকি কাছাকাছি [নাট্যগীতি-৬৭] [তথ্য] [চিরকুমার সভা]
যারে মরণ-দশায় ধরে [নাট্যগীতি-৬৮] [তথ্য] [চিরকুমার সভা]
দেখব কে তোর কাছে আসে [নাট্যগীতি-৬৯] [তথ্য] [চিরকুমার সভা]
তুমি আমার করবে মস্ত লোক [নাট্যগীতি-৭০] [তথ্য] [চিরকুমার সভা]
চির-পুরানো চাঁদ [নাট্যগীতি-৭১] [তথ্য] [চিরকুমার সভা]
স্বর্গে তোমায় নিয়ে যাবে উড়িয়ে [নাট্যগীতি-৭২] [তথ্য] [চিরকুমার সভা]
ভুলে ভুলে আজ ভুলময় [নাট্যগীতি-৭৩] [তথ্য] [চিরকুমার সভা]
সকলই ভুলেছে ভোলা মন [নাট্যগীতি-৭৪] [তথ্য] [চিরকুমার সভা]
পোড়া মনে শুধু [নাট্যগীতি-৭৫] [তথ্য] [চিরকুমার সভা]
বিরহে মরিব ব’লে ছিল মনে পণ [নাট্যগীতি-৭৬] [তথ্য] [চিরকুমার সভা]
কার হাতে যে ধরা দেব [নাট্যগীতি-৭৭, প্রেম ও প্রকৃতি ৫৯] [তথ্য] [চিরকুমার সভা]
ওগো হৃদয়বনের শিকারী [নাট্যগীতি-৭৮] [তথ্য] [চিরকুমার সভা]
ওগো দয়াময়ী চোর [নাট্যগীতি-৭৯] [তথ্য] [চিরকুমার সভা]
চলেছে ছুটিয়া পলাতকা হিয়া [নাট্যগীতি-৮০] [তথ্য] [চিরকুমার সভা]
আমি কেবল ফুল জোগাব [নাট্যগীতি-৮১] [তথ্য] [চিরকুমার সভা]
মনোমন্দিরসুন্দরী [নাট্যগীতি-৮২] [তথ্য] [চিরকুমার সভা]
রাজরাজেন্দ্র জয় [নাট্যগীতি-৮৪] [তথ্য] [শারোৎসব]
আমরা বসব তোমার সনে [নাট্যগীতি-৮৫] [তথ্য] [প্রায়শ্চিত্ত]
বঁধুয়া, অসময়ে কেন হে প্রকাশ [নাট্যগীতি-৮৬] [তথ্য] [প্রায়শ্চিত্ত]
ওর মানের এ বাঁধ টুটবে না [নাট্যগীতি-৮৯] [তথ্য] [প্রায়শ্চিত্ত]
যেখানে রূপের প্রভা [নাট্যগীতি-৯২] [তথ্য] [রাজা]
এই একলা মোদের হাজার মানুষ [নাট্যগীতি-৯৩] [তথ্য] [অচলায়তন]
বাজে রে বাজে রে [নাট্যগীতি-৯৪] [তথ্য] [অচলায়তন, পরে বর্জিত]
মোরা চলব না [নাট্যগীতি-৯৫] [তথ্য] [ফাল্গুনী]
ও তো আর ফিরবে না [নাট্যগীতি-১০১] [তথ্য] [মুক্তধারা]
বাজে রে বাজে ডমরু বাজে [নাট্যগীতি -১০২] [তথ্য] [মুক্তধারা]
আমার মনের বাঁধন ঘুচে যাবে [নাট্যগীতি-১০৩] [তথ্য] [রক্তকবরীর জন্য লিখিত, ব্যবহৃত হয় নাই]
এতদিন পরে মোরে [নাট্যগীতি-১০৪] [তথ্য] [রক্তকবরীর জন্য লিখিত, ব্যবহৃত হয় নাই]
নূতন পথের পথিক হয়ে [নাট্যগীতি-১০৫] [তথ্য] [রক্তকবরীর জন্য লিখিত, ব্যবহৃত হয় নাই]
কাজ ভোলাবার কে গো [নাট্যগীতি-১০৬] [তথ্য] [রক্তকবরীর জন্য লিখিত, ব্যবহৃত হয় নাই]
শেষ ফলনের ফসল এবার [নাট্যগীতি-১০৭] [তথ্য] [রক্তকরবী]
বাঁধন কেন ভূষণ-বেশে [নাট্যগীতি-১০৮] [তথ্য] [নটীর পূজা]
দয়া করো, দয়া করো [নাট্যগীতি-১০৯] [তথ্য] [নটীর পূজার জন্য লিখিত, ব্যবহৃত হয় নাই]
জয় জয় জয় হে জয় [নাট্যগীতি-১১০] [তথ্য] [তপতী'র জন্য লিখিত, ব্যবহৃত হয় নাই]
বলেছিল ‘ধরা দেব না’ [নাট্যগীতি-১১৬] [তথ্য] [বাঁশরি]
গুরুপদে মন করো অর্পণ [নাট্যগীতি-১১৭] [তথ্য] [মুক্তির উপায়]
শোন্ রে শোন্ অবোধ মন [নাট্যগীতি-১১৮] [তথ্য] [মুক্তির উপায়]
তোলন নামন পিছন সামন [গীতবিতান নাট্যগীতি-১২০] [তথ্য] [তাসের দেশ]
আমরা চিত্র অতি বিচিত্র। [নাট্যগীতি-১২১] [তথ্য] [তাসের দেশ]
ইচ্ছে, ইচ্ছে। [নাট্যগীতি-১২৬] [তথ্য] [তাসের দেশ]
আমরা দূর আকাশের নেশায় মাতাল [নাট্যগীতি-১২৭] [তথ্য] [ডাকঘর -এর জন্য রচিত]
বাহির হলেম আমি [নাট্যগীতি-১২৮] [তথ্য] [ডাকঘর-এর জন্য রচিত]
শুনি ওই রুনুঝুনু [নাট্যগীতি-১২৯] [তথ্য] [ডাকঘর-এর জন্য রচিত]
এই তো ভরা হল ফুলে ফুলে [নাট্যগীতি-১৩০] [তথ্য] [ডাকঘর-এর জন্য রচিত]
সুরের জালে কে জড়ালে [নাট্যগীতি-১৩১] [তথ্য] [ডাকঘর-এর জন্য রচিত]
রবীন্দ্র-গীতিনাট্যে ব্যবহৃত গান
হৃদয়ে রাখো গো দেবী
হৃদয়ে রাখো
গো দেবী [নাট্যগীতি-২] [তথ্য]
[বাল্মীকি প্রতিভা।
বিহারীলাল চক্রবর্তীর সারদামঙ্গল-এর প্রথম সর্গ থেকে প্রায় অবিকৃতভাবে গ্রহণ
করে, ব্যবহৃত হয়েছে]
রবীন্দ্র-কাব্যনাট্যে ব্যবহৃত গান
নীরব রজনী দেখো মগ্ন জোছনায় [নাট্যগীতি-৩] [তথ্য][ভগ্নহৃদয়]
ক্ষমা করো মোরে সখী [নাট্যগীতি-৪] [তথ্য] [ভগ্নহৃদয়। স্বপ্নময়ী]
সখী, আর কত দিন [নাট্যগীতি-৫] [তথ্য] [ভগ্নহৃদয়]
কত দিন একসাথে ছিনু ঘুমঘোর [নাট্যগীতি-৬] [তথ্য] [ভগ্নহৃদয়]
নাচ্ শ্যামা, তালে তালে [নাট্যগীতি-৭] [তথ্য] [ভগ্নহৃদয়]
বিপাশার তীরে ভ্রমিবারে যাই [নাট্যগীতি-৮] [তথ্য] [ভগ্নহৃদয়]
খেলা কর্, খেলা কর্ [নাট্যগীতি-৯] [তথ্য] [ভগ্নহৃদয়]
আঁধার শাখা উজল করি [নাট্যগীতি-১০] [তথ্য] [ভগ্নহৃদয়]
সখী, ভাবনা কাহারে বলে [নাট্যগীতি-১১] [তথ্য] [ভগ্নহৃদয়, বাল্মীকি প্রতিভা ১২৮৭ বঙ্গাব্দ সংস্করণ]
কাছে তার যাই যদি [নাট্যগীতি-১২] [তথ্য] [ভগ্নহৃদয়]
যে ভালোবাসুক সে ভালোবাসুক [নাট্যগীতি-১৩] [তথ্য] [ভগ্নহৃদয়]
কে তুমি গো খুলিয়াছ স্বর্গের দুয়ার [নাট্যগীতি-১৪] [তথ্য] [ভগ্নহৃদয়]
কিছুই তো হল না [নাট্যগীতি-১৫] [তথ্য] [ভগ্নহৃদয়]
কী করিব বলো, সখা [নাট্যগীতি-১৬] [তথ্য] [ভগ্নহৃদয়]
বুঝেছি বুঝেছি সখা [নাট্যগীতি-১৮] [তথ্য] [ভগ্নহৃদয়]
তুই রে বসন্তসমীরণ [নাট্যগীতি-১৯] [তথ্য] [ভগ্নহৃদয়]
বসন্তপ্রভাতে এক মালতীর ফুল [নাট্যগীতি-২০] [তথ্য] [রুদ্রচণ্ড]
তরুতলে ছিন্নবৃন্ত মালতীর ফুল [নাট্যগীতি-২১] [তথ্য] [রুদ্রচণ্ড]
যোগী হে, কে তুমি [নাট্যগীতি-২২] [তথ্য] [প্রকৃতির প্রতিশোধ]
ভিক্ষে দে গো, ভিক্ষে দে [নাট্যগীতি-২৩] [তথ্য] [প্রকৃতির প্রতিশোধ]
আয় রে আয় রে সাঁঝের বা [নাট্যগীতি-২৪] [তথ্য] [প্রকৃতির প্রতিশোধ]
প্রিয়ে, তোমার ঢেঁকি হলে [নাট্যগীতি-২৫] [তথ্য] [প্রকৃতির প্রতিশোধ]
কথা কোস্ নে লো রাই [নাট্যগীত-২৬] [তথ্য] [প্রকৃতির প্রতিশোধ]
ধীরে ধীরে প্রাণে আমার [নাট্যগীতি-২৯] [তথ্য] [নলিনী]
ও কেন ভালোবাসা জানাতে আসে [নাট্যগীতি-৩৩] [তথ্য] [নলিনী]
ভালোবাসিলে যদি সে ভালো না বাসে [নাট্যগীতি-৩৪] [তথ্য] [নলিনী]
কেন রে চাস ফিরে ফিরে [নাট্যগীতি-৩৬] [তথ্য] [নলিনী]
নাটকে ব্যবহৃত হয় নি এমন গান
কাব্যগ্রন্থ
ওই জানালার কাছে বসে আছে [নাট্যগীতি-২৭] [তথ্য] [ছবি ও গান]
কেন নিবে গেল বাতি [নাট্যগীতি-৫৪] [তথ্য] [চিত্রা]
তুমি পড়িতেছ হেসে [নাট্যগীতি-৫৫] [তথ্য] [চৈতালি]
আজি উন্মাদ মধুনিশি ওগো [নাট্যগীতি-৫৬] [তথ্য] [কল্পনা]
সে আসি কহিল, ‘প্রিয়ে [নাট্যগীতি-৫৭] [তথ্য] [কল্পনা]
এ কি সত্য সকলই সত্য [নাট্যগীতি-৫৮] [তথ্য] [কল্পনা]
এবার চলিনু তবে [নাট্যগীতি-৫৯] [তথ্য] [কল্পনা]
বন্ধু, কিসের তরে অশ্রু ঝরে [নাট্যগীতি-৬০] [তথ্য] [কল্পনা]
ভাঙা দেউলের দেবতা [নাট্যগীতি-৬১] [তথ্য] [কল্পনা]
তোমার কটি-তটের ধটি [নাট্যগীতি-৮৩] [তথ্য] [শিশু]
নহ মাতা, নহ কন্যা [নাট্যগীতি-১১৪] [তথ্য] [চিত্রা]
কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা [নাট্যগীতি-১৩২] [তথ্য] [সানাই]
উপন্যাস
কবরীতে ফুল শুকালো [নাট্যগীতি-৮৭] [তথ্য] [বউ ঠাকুরানীর হাট]
মলিন মুখে ফুটুক হাসি [নাট্যগীতি-৮৮] [তথ্য] [বউ ঠাকুরানীর হাট]
আজ আমার আনন্দ দেখে কে [নাট্যগীতি-৯০] [তথ্য] [বউ ঠাকুরানীর হাট]
আর কি আমি ছাড়ব তোরে [নাট্যগীতি-৯১] [তথ্য] [বউ ঠাকুরানীর হাট]
পথে যেতে তোমার সাথে [নাট্যগীতি-৯৬] [তথ্য] [চতুরঙ্গ]
আমার নিকড়িয়া-রসের রসিক [নাট্যগীতি-৯৭] [তথ্য] [ঘরে বাইরে]
যখন দেখা দাও নি [নাট্যগীতি-৯৮] [তথ্য] [ঘরে বাইরে]
বঁধুর লাগি কেশে আমি [নাট্যগীতি-৯৯] [তথ্য] [ঘরে বাইরে]
মধুঋতু নিত্য হয়ে রইল [নাট্যগীতি-১০০] [তথ্য] [ঘরে বাইরে]
প্রহরশেষের আলোয় রাঙা [নাট্যগীতি-১১৫] [তথ্য]
[চার অধ্যায়]
গীতি আলেখ্য
অন্যান্য
না সখা, মনের ব্যথা [নাট্যগীতি-১৭] [তথ্য] [সম্পাদকের বৈঠক]
সাধ ক'রে কেন, সখা [নাট্যগীতি-২৮] [তথ্য] [সম্ভবত অক্ষয় চৌধুরীর গান]
তুমি আছ কোন্ পাড়া? [নাট্যগীতি-৩০] [তথ্য] [সম্ভবত অক্ষয় চৌধুরীর গান]
দেখো ওই কে এসেছে [নাট্যগীতি-৩১] [তথ্য] [গানের বহি]
ভালো যদি বাস, সখী [নাট্যগীতি-৩২] [তথ্য] [মালতি-পুঁথি]
প্রমোদে ঢালিয়া দিনু মন [নাট্যগীতি-৩৭] [তথ্য] [রবিচ্ছায়া]
সখা, সাধিতে সাধাতে কত সুখ [নাট্যগীতি-৩৮] [তথ্য] [গানের বহি]
এত ফুল কে ফোটালে [নাট্যগীতি-৩৯] [তথ্য] [রবিচ্ছায়া]
আমাদের সখীরে কে নিয়ে যাবে [নাট্যগীতি-৪০] [তথ্য] [রবিচ্ছায়া]
কোথা ছিলি সজনী লো [নাট্যগীতি-৪১] [তথ্য] [গানের বহি]
ও কী কথা বল সখী [নাট্যগীতি-৪২] [তথ্য]
মধুর মিলন। হাসিতে মিলেছে হাসি [নাট্যগীতি-৪৩] [তথ্য] [কাব্যগ্রন্থ]
মা, একবার দাঁড়া গো হেরি [নাট্যগীতি-৪৪] [তথ্য] [রবিচ্ছায়া]
মা আমার, কেন তোরে ম্লান নেহারি [নাট্যগীতি-৪৫] [তথ্য] [বিবাহ উৎসব]
খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে [নাট্যগীতি-৫২] [তথ্য] [সোনার তরী]
একদা প্রাতে কুঞ্জতলে [নাট্যগীতি-৫৩] [তথ্য] [চিত্রা]