গীতবিতানের পূজা পর্যায়ের গান

গীতবিতানের সর্ববৃহৎ পর্যায়। এই পর্যায়ের গানের সংখ্যা ৬১৭। রবীন্দ্রনাথের মৃত্যুর পর ১৩৪৮ বঙ্গাব্দের মাঘ মাসে (জানুয়ারি-ফেব্রুয়ারি ১৯৪২) বিশ্বভারতী থেকে গীতবিতানের প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। এই সংস্করণে পূজা পর্যায়ের গানগুলোকে ২০টি উপবিভাগে অন্তর্ভুক্ত করা হয়। এই উপবিভাগগুলো হলো-
১. গান: গান সংখ্যা ৩২। গীতবিতানের ১ থেকে ৩২ সংখ্যক গান এই বিভাগের অন্তর্ভুক্ত।
২. বন্ধু: গান সংখ্যা ৫৯। গীতবিতানের ৩৩ থেকে ৯১ সংখ্যক গান এই বিভাগের অন্তর্ভুক্ত।
৩. প্রার্থনা: গান সংখ্যা ৩৬। গীতবিতানের ৯২ থেকে ১২৭ সংখ্যক গান এই বিভাগের অন্তর্ভুক্ত।
৪. বিরহ: গান সংখ্যা ৪৭। গীতবিতানের ১২৮ থেকে ১৭৪ সংখ্যক গান এই বিভাগের অন্তর্ভুক্ত।
৫. সাধনা ও সংকল্প: গান সংখ্যা ১৭। গীতবিতানের ১৭৫ থেকে ১৯১ সংখ্যক গান এই বিভাগের অন্তর্ভুক্ত
৬. দুঃখ
:  গান সংখ্যা ৪৯। গীতবিতানের ১৯২ থেকে ২৪০ সংখ্যক গান এই বিভাগের অন্তর্ভুক্ত।
৭. আশ্বাস: গান সংখ্যা ১২। গীতবিতানের ২৪১‌ থেকে ২৫২ সংখ্যক গান এই বিভাগের অন্তর্ভুক্ত। 
৮. অন্তর্মুখ: গান সংখ্যা ৬। গীতবিতানের ২৫২ থেকে ২৫৮ সংখ্যক গান এই বিভাগের অন্তর্ভুক্ত।
৯. আত্মবোধন: গান সংখ্যা ৫। গীতবিতানের ২৫৯ থেকে ২৬৩ সংখ্যক গান এই বিভাগের অন্তর্ভুক্ত। 
১০. জাগরণ: গান সংখ্যা ২৬। গীতবিতানের ২৬৪ থেকে ২৮৯ সংখ্যক গান এই বিভাগের অন্তর্ভুক্ত। 
১১. নিঃসংশয়: গান সংখ্যা ১০। গীতবিতানের ২৯০ থেকে ২৯৯ সংখ্যক গান এই বিভাগের অন্তর্ভুক্ত। 
১২. সাধক: গান সংখ্যা ২। গীতবিতানের ৩০০ থেকে ৩০১ সংখ্যক গান এই বিভাগের অন্তর্ভুক্ত। 
১৩. উৎসব: গান সংখ্যা ৭। গীতবিতানের ৩০২ থেকে ৩০৮ সংখ্যক গান এই বিভাগের অন্তর্ভুক্ত।
১৪. আনন্দ: গান সংখ্যা ২৫। গীতবিতানের ৩০৯ থেকে ৩৩৩ সংখ্যক গান এই বিভাগের অন্তর্ভুক্ত। 
১৫. বিশ্ব : গান সংখ্যা ৩৯। গীতবিতানের ৩৩৪ থেকে ৩৭২ সংখ্যক গান এই বিভাগের অন্তর্ভুক্ত।
১৬. বিবিধ: গান সংখ্যা ১৪৪ গীতবিতানের ৩৭৩ থেকে ৫১৫ সংখ্যক গান এই বিভাগের অন্তর্ভুক্ত।
১৭. সুন্দর: গান সংখ্যা ৩০। গীতবিতানের ৫১৬ থেকে ৫৪৫ সংখ্যক গান এই বিভাগের অন্তর্ভুক্ত। 
১৮. বাউল: গান সংখ্যা ১৩। গীতবিতানের ৫৪৬ থেকে ৫৫৮ সংখ্যক গান এই বিভাগের অন্তর্ভুক্ত
১৯. পথ: গান সংখ্যা ২৫। গীতবিতানের ৫৫৯ থেকে ৫৮৩ সংখ্যক গান এই বিভাগের অন্তর্ভুক্ত।
২০. শেষ: গান সংখ্যা ৩৪। গীতবিতানের ৫৮৪ থেকে ৬১৭ সংখ্যক গান এই বিভাগের অন্তর্ভুক্ত।
গীতবিতানের রবীন্দ্রনাথ-কৃত বিষয় বিন্যাসে পূজা পর্যায়ের বিষয়বিন্যাসে ২১টি ভাগ দেখানো হয়েছে। শেষোক্ত ভাগটি 'পরিণয়'। এর অন্তর্গত ৯টি গান রাখা হয়েছে গীতবিতানের 'আনুষ্ঠানিক' পর্যায়ে।