গীতবিতানের পূজা পর্যায়ের অন্তর্গত
'প্রার্থনা'
উপবিভাগ
[গীতবিতানের
পূজা পর্যায়ের উপবিভাগ পরিচিতি]
পূজা পর্যায়ের তৃতীয় উপবিভাগ।
গান সংখ্যা ৩৬। গীতবিতানের ৯২ থেকে ১২৭ সংখ্যক গান এই
বিভাগের অন্তর্ভুক্ত।
এই উপবিভাগের
গানের তালিকা
১.আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও [পূজা-৯২]
[তথ্য]
২. এ অন্ধকার ডুবাও তোমার অতল অন্ধকারে ডুবাও [পূজা-৯৩]
[তথ্য]
৩. ধায় যেন মোর সকল ভালোবাসা [পূজা-৯৪]
[তথ্য
৪. জীবন যখন শুকায়ে যায় করুণাধারায় এসো[পূজা-৯৫]
[তথ্য]
৫. পাত্রখানা যায় যদি যাক ভেঙেচুরে [পূজা-৯৬]
[তথ্য]
৬. গাব তোমার সুরে [পূজা-৯৭]
[তথ্য]
৭. শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে [পূজা-৯৮]
[তথ্য]
৮. বাজাও আমারে বাজাও [পূজা-৯৯]
[তথ্য]
৯. তুমি যত ভার দিয়েছ সে ভার [পূজা-১০০]
[তথ্য]
১০.দাঁড়াও আমার আঁখির আগে [পূজা-১০১]
[তথ্য]
১১. যদি এ আমার হৃদয়দুয়ার [পূজা-১০২]
[তথ্য]
১২. তোমারি রাগিণী জীবনকুঞ্জে [পূজা-১০৩]
[তথ্য]
১৩. চরণ ধরিতে দিয়ো গো আমার [পূজা-১০৪]
[তথ্য]
১৪.তোমারি নাম বলব নানা ছলে [পূজা-১০৫]
[তথ্য]
১৫. আমার এ ঘরে আপনার করে [পূজা-১০৬]
[তথ্য]
১৬. সংসারে তুমি রাখিলে মোরে যে ঘরে [পূজা-১০৭]
[তথ্য]
১৭. আমার মুখের কথা তোমার [পূজা-১০৮]
[তথ্য]
১৮. প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে [পূজা-১০৯]
[তথ্য]
১৯. বল দাও মোরে বল দাও [পূজা১১০]
[তথ্য]
২০. অন্তর মম বিকশিত করো অন্তরতর হে [পূজা-১১১]
[তথ্য]
২১. আমার বিচার তুমি করো তব আপন করে [পূজা-১১২]
[তথ্য]
২২.তোমারি ইচ্ছা হউক পূর্ণ করুণাময় স্বামী [পূজা-১১৩]
[তথ্য]
২৩.অন্ধজনে দেহো আলো মৃতজনে দেহো প্রাণ [পূজা-১১৪]
[তথ্য]
২৪. হে মহাজীবন, হে মহামরণ, লইনু শরণ [পূজা-১১৫]
[তথ্য]
২৫. পথে যেতে ডেকেছিলে মোর[পূজা-১১৬]
[তথ্য]
২৬. দুয়ারে দাও মোরে রাখিয়া [পূজা-১১৭]
[তথ্য]
২৭. ধনে জনে আছি জড়ায়ে হায়[পূজা-১১৮]
[তথ্য]
২৮. তোমারি সেবক করো হে [পূজা-১১৯]
[তথ্য]
২৯. তুমি এবার আমায় লহো হে নাথ [পূজা-১২০]
[তথ্য]
৩০. হৃদয়ে তোমার দয়া যেন পাই [পূজা-১২১]
[তথ্য]
৩১. ভুবনেশ্বর হে মোচন কর’ বন্ধন সব মোচন কর’ হে [পূজা-১২২]
[তথ্য]
৩২. আমার সত্য মিথ্যা সকলই ভুলায়ে দাও [পূজা-১২৩]
[তথ্য]
৩৩. ভয় হতে তব অভয়মাঝে [পূজা-১২৪]
[তথ্য]
৩৪. পাদপ্রান্তে রাখ সেবকে [পূজা-১২৫]
[তথ্য]
৩৫. বরিষ ধরা-মাঝে শান্তির বারি [পূজা-১২৬]
[তথ্য]
৩৬. সার্থক কর' সাধন [পূজা-১২৭]
তথ্য]