হে মহাজীবন, হে মহামরণ, লইনু শরণ, লইনু শরণ॥
আঁধার প্রদীপে জ্বালাও শিখা,
পরাও পরাও জ্যোতির টিক– করো হে আমার লজ্জাহরণ॥
পরশরতন তোমারি চরণ– লইনু শরণ,লইনু শরণ।
যা-কিছু মলিন, যা-কিছু কালো,
যা-কিছু বিরূপ হোক তা ভালো– ঘুচাও ঘুচাও সব আবরণ॥
		গ.
		
		সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
		
		 
			
                 
			[দিনেন্দ্রনাথ 
			ঠাকুর -কৃত স্বরলিপির তালিকা]
				
				 
				[সাহানা 
				রাগে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
[কাহারবা 
				তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]