বসুমতী
মাসিক ও সাপ্তাহিক পত্রিকা

 

বাংলা ভাষায় প্রকাশিত একটি পত্রিকা। ১৯২২ খ্রিষ্টাব্দে মাসিক পত্রিকা হিসেবে এই পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। তখন এই পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন হেমেন্দ্রনাথ ঘোষ। পরে এই পত্রিকাটি সাপ্তাহিক হলে, সম্পাদক হন ভুবনচন্দ্র মুখোপাধ্যায়। এই পত্রিকায় প্রকাশিত রবীন্দ্রনাথের গানের তালিকা

  1. আমার না-বলা বাণীর ঘন যামিনীর মাঝে [পূজা-৫৬] [তথ্য] (পৌষ ১৩৩৪ ?)
  2. তুমি কি এসেছ মোর দ্বারে [পূজা ৯১] [তথ্য] [বৈশাখ ১৩৩৩] [নমুনা]
  3. পথে যেতে ডেকেছিলে মোর [পূজা-১১৬] [তথ্য] [বৈশাখ ১৩৩৩] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  4. হে মহাজীবন, হে মহামরণ, লইনু শরণ [পূজা-১১৫] [তথ্য]