স্বরবিতান পঞ্চম খণ্ড


 

এই গ্রন্থের ভাদ্র ১৪১৪ মুদ্রণের ১৩৩ পৃষ্ঠায় মুদ্রিত প্রজ্ঞাপনটি নিচে উল্লেখ করা হলো।

স্বরবিতান পঞ্চম খণ্ড প্রকাশিত হয় জ্যৈষ্ঠ ১৩৪৯ সালে। প্রথম-প্রকাশিত এই গ্রন্থের সম্পাদনা শ্রীশৈলজারঞ্জন মজুমদার-কৃত। ফাল্গুন ১৩৬০ সালে মুদ্রিত দ্বিতীয় সংস্করণের সম্পাদনা করেন অনাদিকুমার দস্তিদার। 'ওই কি এলে আকাশ-পারে' ও 'সেই তো তোমার পথের বঁধু' যথাক্রমে 'তপের তাপের বাঁধন কাটুক' ও 'আলোর অমল কমলখানি' গানের পরিপূরক; সেজন্য স্বরবিতান দ্বিতীয় খণ্ডে যথাস্থানে প্রকাশিত হইয়াছে। 'কেন পান্থ এ চঞ্চলতা' গানের পরিপূরক 'যাত্রাবেলায় রূদ্র রবে' গানের স্বরলিপি স্বরবিতান প্রথম খণ্ডে যথাস্থানে মুদ্রিত হইয়াছে। 'সংকোচের বিহ্বলতা' গানটির স্বরলিপি 'সন্ত্রাসের বিহ্বলতা' এইমাত্র পাঠান্তরে স্বরবিতান সপ্তদশ খণ্ডে মুদ্রিত আছে। উল্লিখত চারটি গানের স্বরলিপি বর্তমান গ্রন্থের দ্বিতীয় সংস্করণ (ফাল্গুন ১৩৬০) হইতে বর্জিত হয়।

স্বরবিতান পঞ্চম খণ্ডের অধিকাংশ গানের স্বরলিপি দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত। ৩, ৩৬, ৪২ ও ৪৩-সংখ্যক গানের স্বরলিপি রমা মজুমদার-কর্তৃক লিখিত। ১৩, ১৫, ১৮, ২০, ২১, ২৩, ২৮ ও ২৯-সংখ্যক গানের স্বরলিপিকার অনাদিকুমার দস্তিদার। ২৫-সংখ্যক গানের ও ২৮-সংখ্যক গানের দ্বিতীয় সুরের স্বরলিপি করিয়াছেন শ্রীশৈলজারঞ্জন মজুমদার।

শান্তিনিকেতনের ছাত্রী শ্রীমতী সাবিত্রী গোবিন্দের কণ্ঠে বিভিন্ন দক্ষিণ-ভারতীয় গান শুনিয়া রবীন্দ্রনাথ যে-সকল গান রচনা করেন তাহার মধ্যে তিনটির স্বরলিপি বর্তমান গ্রন্থে ১৪, ২৬ ও ৩৪-সংখ্যক স্বরলিপিরূপে মুদ্রিত। শ্রীমতী সাবিত্রীদেবী-কর্তৃক প্রচারিত দক্ষিণ-ভারতীয় সুরে রচিত অন্য একটি (নীলাঞ্জনছায়া) রবীন্দ্রসংগীতের স্বরলিপি স্বরবিতান তৃতীয় খণ্ডে আছে। ১৪, ২৬, ৩১, ৩৩ ও ৩৪-সংখ্যক গানের গীতরীতি সম্পর্কে বিশেষ অবহিত হওয়া আবশ্যক।

এই গ্রন্থের অন্তর্ভুক্ত গানের সুরভেদ, ছন্দোভেদ, পাঠভেদ ও রচনাকাল-প্রকাশকাল বর্তমান সংস্করণে সন্নিবিষ্ট হইল। এ যাবৎ সংগৃহীত উল্লিখিত তথ্যাদি সংগ্রহ ও সংকলন করিয়াছেন শ্রীপ্রফুল্লকুমার দাস।

আশ্বিন ১৩৮৫।

এই গ্রন্থে মোট ৫০টি গানের স্বরলিপি আছে। গানগুলি তালিকা নিচে দেওয়া হলো।
অনেক কথা যাও যে বলে [প্রেম-১৪৭] [তথ্য] [নমুনা]
আন্ গো তোরা [প্রকৃতি-২৪০] [তথ্য] [নমুনা]
আমার পথে পথে পাথর ছড়ানো [পূজা-৫৭০] [তথ্য] [নমুনা]
আমার মল্লিকা বনে [প্রকৃতি ২৪৯] [তথ্য] [নমুনা]
আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে [পূজা-৩৩৯] [তথ্য] [নমুনা]
আমার লতার প্রথম মুকুল [প্রেম-১৩৫] [তথ্য] [নমুনা]
আর রেখো না আঁধারে[পূজা-১৯২] তথ্য] [নমুনা মূল স্বরলিপি, সুরান্তর]
এবার এল সময় রে তোর [প্রকৃতি-১৯৬] [তথ্য] [নমুনা]
ওগো তোমরা সবাই ভালো [বিচিত্র-১১৩] [তথ্য]  [নমুনা] [সুরান্তর]
ওরা অকারণে চঞ্চল [প্রকৃতি-২৪৪] [তথ্য] [নমুনা]
ওরে গৃহবাসী খোল্, দ্বার খোল [প্রকৃতি-১৯৭] [তথ্য] [নমুনা]
কখন দিলে পরায়ে [প্রেম-১৭৬] [তথ্য] [নমুনা]
কাঁদার সময় অল্প ওরে [প্রেম-১৬৮] [তথ্য] [নমুনা]
কার চোখের চাওয়ার হাওয়ায় [প্রেম-১৪৬] [তথ্য] [নমুনা]
ক্লান্ত যখন আম্রকলির কাল [প্রকৃতি-২৫০] [তথ্য] [নমুনা]
গানে গানে তব বন্ধন যাক টুটে [পূজা-১০] [তথ্য] [নমুনা]
গানের ডালি ভরে দে গো [প্রেম-৭] [তথ্য] [নমুনা]
গানের ভেলায় বেলা অবেলায় [প্রেম-২০] [তথ্য] [নমুনা]
চলে যায় মরি হায় [প্রকৃতি-২৪৭] [তথ্য] [নমুনা]
চাহিয়া দেখো রসের স্রোতে [বিচিত্র-১০৬] [তথ্য] [নমুনা]
জয় জয় পরমা নিষ্কৃতি হে [পূজা-৫৮৫] [তথ্য] [নমুনা]
জানি তোমার অজানা নাহি [প্রেম-৭৪] [তথ্য] [নমুনা]
ঝরা পাতা গো [প্রকৃতি-২৮৩] [তথ্য] [নমুনা]
তুমি কিছু দিয়ে যাও [প্রকৃত-২৫১] [তথ্য] [নমুনা]
তুমি সুন্দর,যৌবনঘন রসময় তব মূর্তি [পূজা-৫৩২] তথ্য] [নমুনা]
তোর ভিতরে জাগিয়া কে যে [পূজা-১৪৯] [তথ্য] [নমুনা]
দিন পরে যায় দিন [প্রেম-২৭৩] [তথ্য] [নমুনা]
ৱদোলে দোলে দোলে প্রেমের দোলন-চাঁপা [প্রকৃতি-১৯৪] [তথ্য] [নমুনা]
নমো, নমো, নমো করুণাঘন [প্রকৃতি-৮৮] [তথ্য] [নমুনা]
নমো, নমো, নমো । তুমি ক্ষুধার্তজন-শরণ্য [প্রকৃতি-১৭৫] [তথ্য] [নমুনা]
নমো, নমো, নমো নমো, তুমি সুন্দরতম [প্রকৃতি-২৩৪] [তথ্য] [নমুনা]
নমো নমো, নমো নমো। নির্দয় অতি [প্রকৃতি-১৮৬] [তথ্য] [নমুনা]
নমো নমো, হে বৈরাগী [প্রকৃতি-১৫] [তথ্য] [নমুনা]
নাই ভয়, নাই ভয় [বিচিত্র-৩] [তথ্য] [নমুনা]
নিবিড় অমা-তিমির হতে [প্রকৃতি-২৪২] [তথ্য] [নমুনা]
নির্মল কান্ত, নমো হে নমো [প্রকৃতি-১৬৬] [তথ্য] [নমুনা]
ফাগুন হাওয়ায় করেছি যে দান [প্রকৃতি-২৪১] [তথ্য] [নমুনা]
ফাগুনের নবীন আনন্দে [প্রকৃতি-২৪৫] [তথ্য] [নমুনা]
বসন্তে-বসন্তে তোমার কবিরে দাও ডাক [প্রকৃতি-২৪৮] [তথ্য]
[নমুনা] [সুরান্তর]
বাজে করুণ সুরে হায় দূরে [প্রেম-১৯৭] [তথ্য] [নমুনা]

বাসন্তী, হে ভুবনমোহিনী [প্রকৃতি-২৩৯] [তথ্য] [নমুনা]

বিরস দিন বিরল কাজ [প্রেম-২৮] [তথ্য] [নমুনা]
বেদনা কী ভাষায় রে [প্রকৃতি-২৪৬] [তথ্য] [নমুনা]

মোর পথিকেরে বুঝি এনেছ এবার [পূজা-৫৭৯] [তথ্য] [নমুনা]
রয় যে কাঙাল শূন্য হাতে [বিচিত্র-১০৭] [তথ্য] [নমুনা]
শেষ বেলাকার শেষের গান। [প্রেম-১৬৭] [তথ্য] [নমুনা]
সুরের গুরু দাও গো সুরের দীক্ষা [পূজা -২] তথ্য] [নমুনা]
হে চিরনূতন, আজি এ দিনের প্রথম গানে [পূজা-২৭৩] [তথ্য] [নমুনা]
হে মহাজীবন, হে মহামরণ, লইনু শরণ [পূজা-১১৫] [তথ্য] [নমুনা]
হে মাধবী, দ্বিধা কেন [প্রকৃতি-২৪৩] [তথ্য] [নমুনা]