বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
ওগো, তোমরা সবাই ভালো
পাঠ
ও পাঠভেদ:
ওগো, তোমরা সবাই ভালো―
যার অদৃষ্টে যেমনি জুটেছে, সেই আমাদের ভালো―
আমাদের এই আঁধার ঘরে সন্ধ্যাপ্রদীপ জ্বালো॥
কেউ বা অতি জ্বলো-জ্বলো, কেউ বা ম্লান― ছলো-ছলো,
কেউ বা কিছু দহন করে, কেউ বা স্নিগ্ধ আলো॥
নূতন প্রেমে নূতন বধূ আগাগোড়া কেবল মধু,
পুরাতনে অম্ল-মধুর একটুকু ঝাঁঝালো।
বাক্য যখন বিদায় করে চক্ষু এসে পায়ে ধরে,
রাগের সঙ্গে অনুরাগে সমান ভাগে ঢালো॥
আমার তৃষ্ণা, তোমার সুধা― তোমার তৃপ্তি, আমরা ক্ষুধা―
তোমার কথা বলতে কবির কথা ফুরালো।
যে মূর্তি নয়নে জাগে সবই আমার ভালো লাগে―
কেউ বা দিব্যি গৌরবরন, কেউ বা দিব্যি কালো॥
পাণ্ডুলিপির পাঠ:
পাঠভেদ: স্বরবিতান পঞ্চম-এর পাঠভেদ অংশে এই গানটির একটি পাঠভেদ রয়েছে-
ওগো তোমরা সবাই ভালো
ওগো তোমরা সবাই ভালো।
যার অদৃষ্টে যেমনি জুটেছে
সেই আমাদের ভালো : স্বরবিতান ৫ (জ্যৈষ্ঠ ১৩৪৯)
যার অদৃষ্টে যেমনি জুটেছে
সেই আমাদের ভালো : গীতবিতান ৩ (শ্রাবণ ১৩৩৯)
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ১২৯৯
বঙ্গাব্দ।
গানটি রবীন্দ্রনাথের ৩১ বৎসর বয়সের রচনা।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি
গ্রন্থ:
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮। কাব্যগ্রন্থাবলী (১৩০৩ বঙ্গাব্দ) 'গান' অংশ থেকে গৃহীত হয়েছে । পৃষ্ঠা: ১১৫-১১৬] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)।
বিচিত্র পর্যায়ের ১১৩ সংখ্যক গান।
গোড়ায় গলদ (ভাদ্র ১২৯৯ বঙ্গাব্দ)।
বাঙ্গালীর গান (১৩১২ বঙ্গাব্দ)।
ভারতীয় সঙ্গীতমুক্তাবলী, প্রথম ভাগ (১৮৯৩ খ্রিষ্টাব্দ)।
শেষরক্ষা (১৩৩৫ বঙ্গাব্দ)।
স্বরবিতান পঞ্চম (৫) খণ্ডের (ভাদ্র ১৪১৪ বঙ্গাব্দ) ১৩ সংখ্যক গান। পৃষ্ঠা : ২৮-৩১।
পত্রিকা:
সঙ্গীতবিজ্ঞান (জ্যৈষ্ঠ ১৩৩৮ বঙ্গাব্দ)।
স্বরবিতান
পঞ্চম
(৫)
খণ্ডে (ভাদ্র ১৪১৪)
গৃহীত গানটির স্বরলিপিতে
রাগ-তালের উল্লেখ নেই।
উক্ত
স্বরলিপিটি ৩।৩ ছন্দে ''দাদরা'
তালে নিবদ্ধ।
[দাদরা
তালে নিবদ্ধ গানের তালিকা]
অঙ্গ: বাউল। তাল: দাদরা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৪১]
লয় : মধ্য।